Dream to BCS

Think positive, Be positive, Do positive

বিশ্বের বিখ্যাত স্থান সমূহঃ


বিশ্বের বিখ্যাত স্থান সমূহঃ-
-*-*-*-*-
◕‿◕ ফোট উইলিয়াম দূগ কোথায়
অবস্থিত?
উত্তর: কলকাতা ৷
◕‿◕ ওয়াল ষ্ট্রিট কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়ক, যুক্তরাষ্ট্র ৷
◕‿◕ ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী
কোথায় অবস্থিত?
উত্তর: তুরস্ক ৷
◕‿◕ হোয়াইট হাউস কোথায় অবস্থিত?
উত্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট
◕‿◕ ট্রাফালগার স্কোয়ার কোথায়
অবস্থিত?
উত্তর: লন্ডন, যুক্তরাজ্য ৷
◕‿◕ কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায়
অবস্থিত?
উত্তর: মালবোরো হাউস, লন্ডন,
যুক্তরাজ্য ৷
◕‿◕ East London কোথায়
অবস্থিত?
উত্তর: দক্ষিণ আফ্রিকায় ৷
◕‿◕ রাশিয়ার পূব অঞ্চলের সবচেয়ে
বড শহর কোনটি?
উত্তর: ভ্লাদিভোষ্টোক ৷
◕‿◕ বান্দুং কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়ায় ৷
◕‿◕ কানকুন কোথায় অবস্থিত?
উত্তর: মেক্সিকোতে ৷
◕‿◕ আলেকজান্দ্রিয়া কোথায়
অবস্থিত?
উত্তর: মিসর ৷
◕‿◕ তাহরির স্কোয়ার কোথায়
অবস্থিত?
উত্তর: কায়রো ৷
◕‿◕ আংকর ওয়াট কোন দেশে অবস্থিত?
উত্তর: কম্বোডিয়া ৷
◕‿◕ বাংলাদেশ স্কোয়ার কোন দেশে
অবস্থিত?
উত্তর: লাইবেরিয়া ৷
◕‿◕ আজমির শরীফ ভারতের কোন
রাজ্যে অবস্থিত?
উত্তর: রাজস্থান ৷
◕‿◕ হলি সিটি নামে পরিচিত?
উত্তর: জেরুজালেম৷
◕‿◕ এলিসি প্রসাদ কোথায় অবস্থিত?
উত্তর: প্যারিস, ফ্রান্স ৷
◕‿◕ আবু গারিব কি?
উত্তর: একটি জেলখানা ৷
◕‿◕ আলেপ্পো নগরি কোথায় অবস্থিত?
উত্তর: সিরিয়ায় ৷
◕‿◕ মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানে ৷
◕‿◕ সোমনাথ মন্দির ভারতের কোথায়
অবস্থিত?
উত্তর: গুজরাঠ ৷
◕‿◕ বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত
'তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
উত্তর: পাকিস্তান ৷
◕‿◕ বান্দা আচেহ কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়া ৷
◕‿◕ ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন ৷
◕‿◕ ব্লু হাউস কি?
উত্তর: দক্ষিণ কোরিয়ার
প্রেসিডেন্টের সরকারি বাসভবন ৷