Dream to BCS

Think positive, Be positive, Do positive

অবাক করা মজার তথ্য, (পর্বঃ 2)

→ ঠান্ডা পানির চেয়ে গরম পানি বেশি তাড়াতাড়ি বরফ হয় 
-
→ ৫০ বছর না হলে কোন গাছে ফল হয় না জানেন?? ওক গাছ! 
-
→ শুক্রগ্রহে কোনো ঋতু নাই!! কিন্তু কেন?? কারন, মহাবিশ্বে শুক্রই একমাত্র গ্রহ যা কাত হয়ে ঘুরে না !! 
-
→ আঙ্গুলের নখ পায়ের আঙ্গুলের নখের চেয়ে ৪ গুণ বেশি বড়! 
-
→ পৃথিবীর শীতলতম স্থান - রাশিয়ার ভারখয়ানস্ক
-
→ ইংল্যান্ডের সংসদের স্পিকারের কথাবলার অনুমতি নাই!! 
-
→ বিশ্বের সবচেয়ে বড় ললিপপ টি লম্বায় ৫ ফুট ১১ ইঞ্ছি, প্রস্থে ৩ ফুট ছয় ইঞ্চি, ওজন ৩১০০ কেজি! 
-
→ সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়! কতো বেশি জানেন?? গড়ে প্রতিজন খায় বছরে প্রায় ১০ কেজি করে!!
-
 গোসলে অনীহা : অনেকের গোসলে তীব্র অনীহা, তবে তাদের কারও পক্ষেই লন্ডনের জেন লিউসনের রেকর্ড ভাঙ্গা সম্ভব নয়। ১৭০০ সালে জন্ম নেওয়া এই ভদ্রমহিলা বেঁচে ছিলেন ১১৬ বছর। সর্দি লাগার ভয়ে জীবনেও গোসল করেননি তিনি। 
-
 অদ্ভুত উইল : ফরাসী মাদার ডিলা ব্রেসের মতো খেয়ালী মহিলা খুব কমই আছে পৃথিবীতে। তিনি তার সমস্ত সম্পত্তি যেভাবে উইল করে গেছেন, আজও তেমনটি পারেনি কেউ। ডিলা ব্রেস তাঁর সম্পত্তি উইল করে যান কল্পিত তুষার মানবদের জামা-কাপড় কিনতে।
-
 দীর্ঘতম নাক : নাক উঁচু মানুষের অভাব নেই পৃথিবীতে। তবে তারা সবাই লজ্জ্বা পাবে ইয়র্কশায়রের টমাস এয়েডার্সের নাক দেখলে। ঝাড়া সাড়ে সাত ইঞ্চি লম্বা নাক ছিল ভদ্রলোকের।
-
 যেদেশে কোনদিন যুদ্ধ হয়নি : সুইজ্যারল্যান্ড একমাত্র দেশ যেখানে কোনদিন যুদ্ধ হয়নি। অথচ এ দেশে চার লাখ সেনার একটি বাহিনী আছে।