Dream to BCS

Think positive, Be positive, Do positive

মানবদেহের সবচেয়ে ছোট ও বড়


.

★সবচেয়ে বড় অস্থি = ফিমার★সবচেয়ে ছোট অস্থি = স্টেপিস★সবচেয়ে বড় পেশি = সারটোরিয়াস★সবচেয়ে ছোট পেশি = স্টেপিডিয়াস★সবচেয়ে বড় গ্রন্থি = যকৃত★সবচেয়ে ছোট গ্রন্থি = পিট্যুইটারি★সবচেয়ে বড় কোষ = নিউরণ★আকারে সবচেয়ে বড় রক্তকণিকা = শ্বেতরক্তকণিকা★সবচেয়ে ছোট রক্তকণিকা = অণুচক্রিকা★সবচেয়ে বড় করোটিক স্নায়ু =ট্রাইজেমিনাল★সবচেয়ে ছোট করোটিক স্নায়ু =অলফ্যাক্টরি★সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু = ভ্যাগাস★ক্ষুধার্ত স্নায়ু = ভ্যাগাস★সিমপ্যাথেটিক স্নায়ু = থোরাসিক-লাম্বার নার্ভ★প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু = করোটিক(স্নায়ু ৩, ৭, ৯, ১০)-স্যাক্রাল ২, ৩, ৪