Dream to BCS

Think positive, Be positive, Do positive

ছন্দে ছন্দে Preposition শিখুনঃ-



★নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়েকরবে বেশ।-★সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,এদের আগে in বসানো হয় আজ অব্দি।-★প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগেat বসিয়ে করবে বাজিমাত।-★সময়ের আগে at বসে, দিনের আগে on,দিনের অংশ ভাগে in না বসালে,করবে তবে Wrong।-★Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,এইভাবে preposition শিখবে আনন্দ আরফুর্তিতে।-★Person-এ by, পাশে বুঝাতেও by,(যানবাহনের আগে) কিন্তু in a car,দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবেছারখার।-★ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এইপার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।-★বাহির থেকে ভিতরে into ব্যবহারকরো, ভিতর থেকে বাহিরে হয় out of,Preposition না বুঝলে মুড থাকবে off.-★লেগে (স্পর্শ করে) থাকলে on হয়,নইলেহয় above, Since, for বুঝ না, কেন না।★শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয়under, Preposition আসলেই খুব মজার।-★মাত্রা (স্তর) বুঝাতে হয় below,Prepositionশিখতে পেরে, আমি আছি খুব ভালো।-★On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়through (বাধা থাকলে)।-★এ পাশ থেকে ওপাশে যেতে হয়across,(বাধা না থাকলে)।-★Preposition শিখলে নেই কোনো Loss এরবুঝাতে of হয় Boss.