Dream to BCS

Think positive, Be positive, Do positive

Verb followed by infinitive (to)

কিছু কিছু Verb আছে , যেগুলোর পর অন্য কোন Verb আস’লে infinitive ( to + verb) হয় । এদের  লিষ্ট টা অনেকটা লম্বা ।  তবে জীবনের কোন এক সময় আমি এই verb গুলো দিয়ে   আল্লাহর কাছে একটা চিঠি লিখেছিলাম । নিচে তা দিয়ে দিলাম ।  এটা পড়লে হয়তো বা আপনাদের সব গুলো Verb মনে থাকবে । তবে চিঠি পড়ার পর সবাই অন্তর থেকে আমীন বলবেন । 

-----------------------------------------------------------------

হে আল্লাহ , আমার পরম করুনাময় উপাস্য,  আমি এই কথায় Agree করি তুমি আমার একমাত্র রব , তোমার resemble (মতো) আর কোন রব নাই । তুমি এই পৃথিবীটাকে সুন্দর করে arrange করেছো । এই পৃথিবীর সব কিছু তোমার plan অনুযায়ী চলে । কোন কিছুই তোমার হুকুম refuse (প্রত্যাখ্যান ) করতে পারে না । তুমি যা allow করো না  কিংবা তুমি যেখানে consent (সম্মতি) দেও না ,  তা কখনোই হয় না । তুমি যা চাও , কিংবা decide করো  সব কিছুই হয় ।  তোমাকে যে forget করলো , সে সব জায়গায় fail হলো । শত tend এবং  Try করার পরেও সব কিছু তার কাছে pretend (অভিনয়, চলনা) হিসেবে appear  (মনে) হবে   । এতো বড় রব হওয়া সত্ত্বেও আমার  কাছে তোমার কোন Demand(দাবি, চাহিদা ) নেই । শুধু You want, আমি  যেন গুনাহ না করি । আমার  গুনাহ bother (সহ্য ) করেও তুমি আমার  জন্য wait করো যেন আমি  তওবা করে তোমার কাছে ফিরে আসতে hesitate না হই  ।  আল্লাহ আমি তোমার সাথে promise করতেছি , আমি আর কখনো গুনাহ করবো না । আমি intended যে  নিয়মিতভাবে  নামাযে তোমার সামনে bow down (মাথা নত ) করবো । শয়তানের ধোকা থেকে বাচতে সর্বোচ্চ strive (কঠোর সাধনা) করবো  । আমি determine  তোমার wish আর desire ছাড়া আমি আর কোন কাজ করবো না । কারণ জাহান্নামের threat থেকে রক্ষা পাওয়ার জন্য  তুমিই  আমার একমাত্র hope । আল্লাহ আমাকে teach (শিক্ষা) দাও , যেন আমি  সকল প্রকার attempt দিয়ে আখিরাতের জন্য  prepare হতে পারি । তুমি  অদৃশ্য থেকে suggest করে, আমাকে motivate করো ।   হে আল্লাহ আমি তোমার কাছে claim(দাবী) করতেছি , আমার এই offer(প্রস্তাবটা)  তুমি করো গ্রহন করো । তোমার রহমত আমার বড়ই need (প্রয়োজন), না হলে আমি জীবনটা সঠিকভাবে manage (পরিচালনা) করতে পারবো না । হে আল্লাহ আমার দোয়া কবুল করো ।
আমীন ইয়া রাব্বুল আলামীন ।
------------------------------------------

একাধারে verb গুলো দেখি  – Agree, resemble , arrange , plan, refuse , allow , consent, decide, forget , fail , Tend , Try , pretend , appear, Demand, want , bother , wait , hesitate , promise , intend, bow , strive , determine , wish,  desire, threat,  hope, teach , attempt , prepare , suggest ,  motivate , claim , offer , need , manage