অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ২০১২ সালে ১২ জুন বইটি প্রকাশিত হয়। এই বইটি প্রকাশিত হয়েছে ৮টি ভাষায় (বাংলা) কিন্তু অনূদিত হয়ছে ৭টি ভাষায় ।
.
সর্বশেষ তুর্কি ভাষা , ২৭মার্চ, ২০১৮
১.ইংরেজি ভাষা - অনুবাদক মোঃ ফকরুল আলম; ২০১২ সালের ১২ জুন বাংলা সংস্করণের সাথে প্রকাশিত হয়।
২. জাপানি ভাষা - অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে। ; ২ আগস্ট ২০১৫ জাপানি সংস্করণের মোড়ক উন্মোচিত হয়।
৩. চীনা ভাষা - অনুবাদক চাই সি; ২০১৬ সালের ২৮ জানুয়ারি গণভবনে বইটির মোড়ক উন্মোচিত হয়।[৬
৪. আরবি ভাষা - অনুবাদক ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় ; ২০১৬ সালে আরবি সংস্করণ প্রকাশিত হয়।
৫. ফরাসি ভাষা - অনুবাদক প্রফেসর ফ্রান্স ভট্টাচারিয়া; ২৬ মার্চ ২০১৭ ফরাসি সংস্করণের মোড়ক উন্মোচিত হয়।
৬. হিন্দি ভাষা - অনুবাদক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়; ৮ এপ্রিল ২০১৭ হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচিত হয়।
৭.তুর্কি ভাষা-অনুবাদ ও প্রকাশ করছে -আর্তাতুক সংস্কৃতি গবেষনা কেন্দ্র-২৭মার্চ, ২০১৮
Home
Bangladesh Affairs
Job Preparation
NTRCA Preparation
Preliminary Preparation
University admission
Written Preparation
অসমাপ্ত আত্মজীবনী ' র অনুবাদ
অসমাপ্ত আত্মজীবনী ' র অনুবাদ
Tags
# Bangladesh Affairs
# Job Preparation
# NTRCA Preparation
# Preliminary Preparation
# University admission
# Written Preparation
Share This
Written Preparation
Labels:
Bangladesh Affairs,
Job Preparation,
NTRCA Preparation,
Preliminary Preparation,
University admission,
Written Preparation