পরীক্ষার জন্য এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ তথ্য গুলো অনেকেই চেয়েছেন ।
এপ্রিল মাসের তথ্য (2018) :
-
১।যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’ এর বিশ্বের প্রভাবশালী ১০ ০ জনের তালিকায় লিডারস ক্যাটাগরিতে শেখ হাসিনার অবস্থান কত?
=২৭জনের মধ্যে ২১নম্বরে ।শীর্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের হিসেব অনুযায়ী নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে।"
- কমনওয়েলথ ওমেনস ফোরামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২।২১তম রাষ্ট্রপতি হিসেবে এবং বাংলাদেশের দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন- আবদুল হামিদ।
৩।এলএনজি ( Liquified Natural Gas) যুগে বাংলাদেশ প্রবেশ করে কবে? =২৪ এপ্রিল ২০১৮
৪।যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে নেতৃত্বের জন্য সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ দিচ্ছে কাকে?
=প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে!
৫। সম্প্রতি কোন বৃটিশ নাগরিককে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদ প্রদান করা হয় ?
=লুসি হেলেনকে!
৬। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি?
= ৫৩। সর্বশেষ গাম্বিয়া
৭।১৯-২০ এপ্রিল ২০১৮ , লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথের সরকারপ্রধানদের ২৫তম বৈঠকে শেখ হাসিনা আন্তঃকমনওয়েলথ ব্যবসা, বিনিয়োগ ও উদ্ভাবনার উন্নয়নের জন্য কত দফা প্রস্তাব পেশ করে?
=৭ দফা।
৮। কমনওয়েলথের বর্তমান মহাসচিব
=প্যাট্রিসিয়া!
৯। কমনওয়েলথ এর নতুন প্রধান হবেন
= প্রিন্স চার্লস
১০। ২১ তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
= গোল্ড কোস্ট ,অস্ট্রেলিয়াবাংলাদেশ স্যুটিংএ দুটো রৌপ পদক পায় শাকিল আহমেদ ,আব্দুল্লাহ হেলবাকী)
১১।বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হবে?
= ৭মে , ২০১৮.
১২।২০১৮ সালে প্রথম বাংলাদেশি হিসেবে সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ‘পুলিৎজার’ অর্জন করেছেন কে?
= মোহাম্মদ পনির হোসেন।
১৩। সম্প্রতি প্রকাশিত কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশ অবস্থান কততম? =২৪তম!
১৪।২৯তম আরব লীগ ( ২২ সদস্য) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
=রিয়াদে , সৌদি আরব, ১৫ এপ্রিল ,২০১৮।
১৫। সম্প্রতি নাসা সৌর জগতের বাইরের নক্ষত্র আবিষ্কারের জন্য কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করে?
=টেস বা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট
১৬।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স একযোগে সিরিয়ার দুমাস সরকারনিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় হামলা চালায় কবে? =-১৩ এপ্রিল !
১৭।চৈত্র সংক্রান্তি ও বর্ষ বরণ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কর্তৃক পালিত উৎসবের নাম কী ?
= বৈসাবি উৎসব ।বৈ= বৈসু ( ত্রিপুরাদের)॥সা= সাংগ্রাই (মারমাদের)॥বি= বিজু। (চাকমাদের)॥
১৮। সম্প্রতি IMF কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক অবস্থানগত তালিকায় বাংলাদেশ অবস্থান কত ?=৪২তম!
১৯।ইমাজিং ইয়ং লিডারস অ্যাওয়ার্ড ২০১৮" লাভ করে কে?
= বাংলাদেশি তরুণী তানজিল ফেরদৌস(শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিষ্ঠায় অবদানের জন্যে)
২০। এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিবস সমূহ
২ এপ্রিল - অটিজম সচেতনতা দিবস + বিশ্ব শিশু বই দিবস ।
৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস
১০ এপ্রিল - মুজিব নগর সরকার গঠন
১৭ এপ্রিল - মুজিব নগর সরকার দিবস ( শপথ)
২১ এপ্রিল - বিশ্ব যুবসেবা দিবস
২২ এপ্রিল -বিশ্ব ধরিত্রী দিবস
২৬ এপ্রিল-বিশ্ব মেধা সম্পদ দিবস-
২৭ এপ্রিল-বিশ্ব শিশু দিবস
২১।জাতিসংঘের কিছু পদে বাংলাদেশ নতুন করে নির্বাচিত ( গাইড বইয়ে নেই)
১৭ এপ্রিল ২০১৮, ৫৪টি সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর সহযোগী অঙ্গসমূহে এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে
১।কমিশন অন দ্যা স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ) এর ১১ সদস্যের পদে ৪ বছর (২০১৯-২০২২) মেয়াদে বাংলাদেশ ও মালয়েশিয়া নির্বাচিত হয়েছে।
২।UNICEF তহবিল পরিচালনা পরিষদের ১৪ সদস্যের পদে ৩ বছর (২০১৯-২০২১) মেয়াদে
বাংলাদেশ, মঙ্গোলিয়া ও পাকিস্তান নির্বাচিত হয়েছে ।
৩।UN Women পরিচালনা পরিষদের ১৭ সদস্যে পদে ৩ বছর (২০১৯-২০২১) মেয়াদে
বাংলাদেশ, ভারত, মঙ্গোলিয়া, নেপাল ও সৌদিআরব নির্বাচিত
২২। বাংলাদেশ কোটা বাতিল হয়- ১১ এপ্রিল
২৩।বিশ্বের একমাত্র কমিউনিস্ট দেশ কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মিগুয়েল দিয়াস ক্যানেল
২৪।১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ‘নটর ডেম অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড সলিডারিটি’ পেলেন নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। এই পুরস্কার দেয় কেলোগ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ।
২৫।১৫ এপ্রিল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় নগরী দাহরানে আরব লিগের ২৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।
২৬। ২৫-২৮ এপ্রিল সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন সিংঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে
এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ তথ্য গুলো (2018)
Tags
# Newspaper Review
# Recent Update
Share This
Recent Update
Labels:
Newspaper Review,
Recent Update