Dream to BCS

Think positive, Be positive, Do positive

জ্যোতিষ্কমণ্ডলী নিয়ে যা কিছু

bcs

জ্যোতিষ্কমণ্ডলী

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

➺ মহাবিশ্বের যা কিছু নিয়ে গঠিত সে সবের পর্যবেক্ষণ এবং এগুলো নিয়ে যে বিজ্ঞান তাকে বলে – জ্যোতির্বিজ্ঞান
➺ অাধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক – গ্যালিলিও।
➺ অসীম মহাকাশের নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধুমকেতু, ছায়াপথ, উল্কা, কেয়াসার, সুপারনোভা ইত্যাদিকে বলা হয় – জ্যোতিষ্ক।
➺ জ্যোতিষ্ক – ৭ প্রকার।
➺ মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমন্ডলীকে বলে – গ্যালাক্সি।
➺ যে সব বৃহদাকার জ্যোতিষ্কের নিজস্ব অালো রয়েছে সাধারণভাবে তাদের বলা হয় – নক্ষত্র।
➺ কোন ক্ষুদ্রাকার তারকার জ্বালানি ফুরিয়ে অনুজ্জ্বল সাদা রঙের তারকায় পরিণত হলে তাকে বল – শ্বেত বামন।
➺ ধ্রুবতারা একটি – নক্ষত্র।
➺ র্যাডক্লিফ ১৩৬ হলো – একটি নক্ষত্র।
➺ ধ্রুবতারা দেখা যায় – উত্তর গোলার্ধে।
➺ মহাশূন্য খেকে অাগত রশ্মি বা কণাকে বলে – কসমিক রে।
➺ মহাজাগতিক রশ্মি অাবিষ্কার করে নোবেল পুরষ্কার পান – বিজ্ঞানী হেস।
➺ ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি বৃহস্পতি গ্রহে অাঘাত হানে – ১৬ জুলাই ১৯৯৪।
➺ হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা যায় – ১৯৮৬ সালে।
➺ হ্যালির ধুমকেতু অাবার দেখা যাবে – ২০৬২ সালে।
➺ তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা হলো – হোয়াইট ডোয়ার্ফ।
➺ কোন ধুমকেতুর অংশবিশেষ কক্ষপথ খেকে বিচ্যুত বস্তুকণা যা পৃথিবীর বায়ু মন্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে তাকে বলে – উল্কা বৃষ্টি।
➺ উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে – অায়নোমন্ডলের ঊর্ধ্বস্তরে।
➺ হেলবপ হলো – একটি ধুমকেতু যা ১৯৯৫ সালের ২৩ জুলাই অামেরিকান জ্যোতির্বিদ এলান হেল ও টমাস বপ অাবিষ্কার করেন।
➺ মিল্কি ওয়ে একটি – নীহারিকা মন্ডল।
➺ অামাদের গ্যালাক্সিতে সূর্যের গতিবেগ – ২২০ কিমি/সে।
➺ স্টিফেন হকিং তার A Brief History of time নামক বইতে – বিগ ব্যাং তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং ব্যাখ্যা উপস্থাপন করেন।
➺ সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চতুর্দিকে পরিভ্রমণ করছে, এই তত্ত্বটি প্রদান করেছেন – বিজ্ঞানী কোপার্নিকাস।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

☑ বি দ্রঃ পোষ্টটি আপনার সময়মত পড়ার জন্য শেয়ার করে নিজের Facebook  টাইমলাইনে রাখুন। আর পোষ্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে উত্‍সাহ দিবেন।