Dream to BCS

Think positive, Be positive, Do positive

একটি বই ভালোভাবে মনে রাখতে হলে যে নিয়মগুলো মানা জরুরী

১. কবি/ লেখক পরিচিতি, পাঠ পরিচিতি ও শব্দার্থ মুখস্ত
করতে হবে।
২. কবিতা মুখস্ত রাখতে হবে। প্রধান চরিত্র গুলো
ভালভাবে আয়ত্ত করতে হবে। কবিতায় এদের
ভূমিকা বর্ণনা করতে হবে। কবিতার নামকরণের
সার্থকতা বুঝতে হবে।
৩. গল্পের প্রধান চরিত্র গুলো ভালভাবে আয়ত্ত
করতে হবে। গল্পে এদের ভূমিকা বর্ণনা করতে
হবে। গল্পের নামকরণের সার্থকতা বুঝতে হবে।
বহু নির্বাচনী প্রশ্ন/ নৈর্ব্যত্তিক ভাল করা উপায়
কবি/ লেখক পরিচিতি মনে রাখার সহজ উপায়:
-
১.নাম:
(ক.) উপনাম (যদি থাকে)
২. জন্মস্থান:
৩. জন্মসাল:
৪. শিক্ষাজীবন:
(ক.) প্রাইমারী (যদি থাকে)
(খ.) হাইস্কুল (যদি থাকে)
(গ.) কলেজ (যদি থাকে)
(ঘ.) বিশ্ববিদ্যালয় (যদি থাকে)
৪. কর্মজীবন:
(ক.) পেশা (যদি থাকে)
৫. সাহিত্যকর্ম:
(ক.) গল্পগ্রন্থ ও প্রবন্ধসমূহ (যদি থাকে)
(খ.) উপন্যাসমগ্র (যদি থাকে)
(গ.) নাটকসমগ্র (যদি থাকে)
(ঘ.) কবিতাসমগ্র (যদি থাকে)
(ঙ.) রম্যসমগ্র (যদি থাকে)
(চ.) অন্য রচনাসমগ্র (যদি থাকে)
৬. পুরস্কারসমূহ:
৭. মৃত্যূসাল:
সাহিত্য অবদান বর্ণনা করতে হবে (যদি থাকে)
পাঠ পরিচিতি
১. গল্পের/ কবিতার উৎস (যদি থাকে)
২. পাঠ পরিচিতির মূলভাব বুঝতে হবে ও মুখস্ত
রাখতে হবে।
শব্দার্থ
১. অর্থ ( আভিধানিক ও ব্যবহারিক অর্থ) মুখস্ত
রাখতে হবে।
-
-
→ গল্পের নিচের বিষয়াবলী আয়ত্ত করতে হবে:
-
১. গল্পের স্থান, কাল ও পাত্রভেদে ঘটনার চরিত্র
প্রবাহ
২. কীসের উপর ভিত্তি করে গল্পটি রচনা করা
হয়েছে
৩. গল্পে প্রধান নায়ক/ নায়িকা কে, গল্পে তার ভূমিকা
৪. গল্পে অন্যান্য চরিত্রগুলোর নামসমূহ ও গল্পে
তাদের ভূমিকা
৫. গল্পের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট (যদি থাকে)
-
-
→ কবিতার নিচের বিষয়াবলী আয়ত্ত করতে হবে:
-
১. কবিতার স্থান, কাল ও পাত্রভেদে ঘটনার চরিত্র প্রবাহ, কবিতার কতটি লাইন রয়েছে
২. কীসের উপর ভিত্তি করে কবিতাটি রচনা করা
হয়েছে
৩. কবিতার প্রধান নায়ক/ নায়িকা কে, কবিতায় তার ভূমিকা
৪. কবিতার অন্যান্য চরিত্রগুলোর নামসমূহ ও কবিতায় তাদের ভূমিকা
৫. কবিতার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট (যদি থাকে)