Dream to BCS

Think positive, Be positive, Do positive

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত ৩০টি কমন প্রশ্নোত্তর

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
-
১।CDC- 6600 কী ? 
= প্রথম সুপার কম্পিউটার 
২ । স্বয়ংক্রিয় অনুবাদ করার ক্ষমতা রয়েছে কোন প্রজন্মের কম্পিউটারের ?
= ৫ম 
৩। কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় কিসের মাধ্যমে ?
= ন্যানো সেকেন্ডে
৪।স্মার্ট কার্ড কোন ধরনের মেমরি ? 
= সহায়ক 
৫। পেন ড্রাইভে কোন ধরনের ROM ব্যবহৃত হয় ? 
= EEPROM
৬। Light pen কোন ধরনের ডিভাইস ?
= ইনপুট
৭। Shift , Control, Alter কোন ধরনের Key ? 
= মডিফায়ার
৮। Computer কে Reboot করা হয়ে কোন ফাংশন Key দ্বারা ?
= F12
৯। সাউন্ড কার্ড , সিডি / ডিভিডি কোন ধরনের ডিভাইস ?
= ইনপুট- আউটপুট
১০। প্রজেক্টর কোন ধরনের যন্ত্র ?
= ইলেকট্রো অফটিক্যাল 
১১। ডিজিটাল ক্যামেরাতে ফিল্মের পরিবর্তে কোনটি থাকে ? 
= CCD ( Charge Couple Device)
১২। কম্পিউটারের সবচেয়ে দ্রুতগতির বাসের নাম কী ? 
= Fireware 
১৩। ATM machine কোন ধরনের কম্পিউটার ? 
= এমবেডেড 
১৪।WAV ফাইল ফরমেট দ্বারা কোনটি বোঝানো হয় ?
= সাউন্ড ফাইল
১৫। কম্পিউটার মেমোরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে তাদেরকে কী বলে ?
= ফার্মওয়্যার ( Firmware)
১৬। নকশা - ডিজাইনের জন্য কোনটি ব্যবহৃত হয় ?
= CAD 
১৭। Firewall কী ?
= নিরাপত্তা সফটওয়্যার 
১৮। ASCII কোড দ্বারা কতটি অঙ্ক , অক্ষর , চিহ্ন প্রকাশ করা হয় ?
= ১২৮
১৯। SWIFT code এর সংখ্যা কত?
= ৮-১১
২০। ভিন্ন প্রকৃতির বা বৃহৎ নেটওয়ার্ক সংযোগের ব্যবস্থার নাম কী ?
= রাউটার 
২৫। 5G ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ ?
= দক্ষিণ কোরিয়া 
২৬। বিশ্বের প্রথম স্মার্ট ফোনের নাম কী ? 
= আইবিএম সাইমন
২৭। SoSo , Naver , MSN কী ? 
= সার্চ ইন্জিন 
২৮। বাংলাদেশে সাইবার ক্রাইম শনাক্তে কাজ করে কে ? 
= Bangladesh Computer Security Incident Response Team 
২৯। খেলার মাঠে আহত খেলোয়াডদের কোন ধরনের চিকিৎসা করা হয় ?
= ক্রায়োসার্জারি
৩০। ইন্সটাগ্রামের উদ্ভাবক কে ?
= কেভিন সিস্ট্রোম , মাইক ক্রিজার 
/