Dream to BCS

Think positive, Be positive, Do positive

ফিফা বিশ্বকাপ ২০১৮ সম্পর্কে সাধারন জ্ঞান মৌলিক প্রশ্নোওরসমূহ


■ ২০১৮ ফিফা বিশ্বকাপ
■ স্বাগতিক দেশঃ রাশিয়া
■ তারিখসমূহ ১৪ জুন - ১৫ জুলাই (৩২ দিন)
■ দলসমূহ ৩২ (৫ অথবা ৬টি কনফেডারেশন থেকে)
■ ভেন্যু সমূহঃ ১২ (১১টি আয়োজক শহরে)
■ ১ম বারের মত অংশগ্রহণকারী দেশঃ পানামা এবং আইসল্যান্ড।
■ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে নিম্নোক্ত ৩২টি দলঃ
১। দক্ষিণ কোরিয়া
২। জাপান
৩। সৌদিআরব
৪। ইরান
৫। নাইজেরিয়া
৬। মরক্কো
৭। তিউনিশিয়া
৮। মিশর
৯। সেনেগাল
১০। জার্মানি
১১। ফ্রান্স
১২। ইংল্যান্ড
১৩। স্পেন
১৪। বেলজিয়াম
১৫। সুইডেন
১৬। সার্বিয়া
১৭। সুইজারল্যান্ড
১৮। রাশিয়া
১৯। পোল্যান্ড
২০। পর্তুগাল
২১। ক্রোয়েশিয়া
২২। ডেনমার্ক
২৩। আইসল্যান্ড
২৪। ব্রাজিল
২৫। আর্জেন্টিনা
২৬। উরুগুয়ে
২৭। কলম্বিয়া
২৮। পেরু
২৯। মেক্সিকো
৩০। কোস্টারিকা
৩১। পানামা (১ম বারের মত অংশগ্রহণ)
৩২। অস্ট্রেলিয়া