Dream to BCS

Think positive, Be positive, Do positive

বাংলা সাহিত্যের প্রহসন মনে রাখার কৌশল


বাংলা সাহিত্যের প্রহসন মনে রাখার কৌশল
.
১. 'সধবার একাদশী' কার লেখা?
(ক) প্যারীচাঁদ মিত্র
(খ) দীনবন্ধু মিত্র
(গ) মীর মশাররফ হোসেন
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
এক্সাম হলে কনফিউশনে যারা ভুল এন্সার দেন তাদের জন্যে নিচের টেকনিক। খাতায় লিখে প্র‍্যাকটিস করলে জীবনেও ভুলবেন না আশা করি।
১. দীনে সধবার বিয়ে।
দীনবন্ধু :: সধবার একাদশী :: বিয়ে পাগলা বুড়ো।
২. মদ খাওয়া পারি।
মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়:: প্যারীচাঁদ মিত্র।
৩. মশা ঠেকানোর উপায় কি ভাই?
মীর মশাররফ:: এর উপায় কি? :: ভাই ভাই এই তো ভাই।
৪. মাইক বাবুর বুড়ো শালিকের একি অসভ্যতা!
মাইকেল মধুসূদন : বুড়ো শালিকের ঘাড়ে রোঁ : একেই কি বলে সভ্যতা?
৫. চিরকুমার রবি ঠাকুর গোড়ায় গলদ করায় বৈকুন্ঠের হালখাতা করেও শেষরক্ষা করতে পারলেন না।
রবীন্দ্রনাথ : চিরকুমার সভা: গোড়ায় গলদ : বৈকুন্ঠের খাতা: শেষরক্ষা।
/
এইবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিন।
(ক) বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য পাঁচটি প্রহসনের নাম লিখুন।
(খ) তিনজন লেখকের নামসহ তাদের তিনটি প্রহসনের নাম লিখুন।
(গ) উনিশ শতকের উল্লেখযোগ্য কয়েক প্রহসনের নাম লিখুন।
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি প্রহসনের নাম উল্লেখ করুন।
===========