বাংলা নিপাতনে সিদ্ধ সন্ধি সহজেই মনে রাখার কৌশল:
.
-
বনস্পতি এবং বৃহস্পতি পরষ্পর দুই ভাই। তাদের বয়স
ষোড়শ এবং একাদশ। তারা দুজনে তস্কর। দুজনে গিয়েছে গোষ্পদ চুরি করতে।দেখেছে
মনীষা। বলেছে পতঞ্জলির কাছে। পতঞ্জলি শুনে আশ্চর্য হল।
.
এখন মিলিয়ে নিন
-
বনস্পতি, বৃহস্পতি, পরষ্পর ,ষোড়শ ,একাদশ ,তস্কর
গোষ্পদ ,মনীষা ,পতঞ্জলি ,আশ্চর্য ।
বাংলা নিপাতনে সিদ্ধ সন্ধি সহজেই মনে রাখার কৌশল
Tags
# Bengali Grammar
# Learning Techniques
Share This
Learning Techniques
Labels:
Bengali Grammar,
Learning Techniques