নিম্নোক্ত ইংরেজি প্রশ্নটি আপাতদৃষ্টিতে তিন মাইল দীর্ঘ লম্বা মনে করে পরীক্ষার হলে অনেকেই ভয়ে এড়িয়ে যাবেন। আল্লাহ্, আমি তো ইংরেজির অর্থ কিছুই বুঝি না, এ প্রশ্নটি আমার দ্বারা কি সম্ভব!!কিন্তু মনে রাখতে হবে টিভি যত বড়ই হউক;রিমোট কিন্তু ৪-৫ ইঞ্চিই হয় ! প্রশ্নটি IBA(MBA) ভর্তি পরীক্ষায় আসছিল।
.
এ জাতীয় প্রশ্নের সহজে উত্তর করতে আমার IBA(MBA), বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও CLIFFS TOEFL, Barrons TOEFL এবং পিয়ারসনের ইংরেজি নোটগুলো দেখতে পারেন।
.
।
The board reviewing the curriculum have found numerous courses that have become outdated and others that have become redundant in a changing world.
.
A) The board reviewing the curriculum have found numerous courses that have become outdated and others that have become redundant in a changing world.
.
B) The board is reviewing the curriculum have found numerous courses that have become outdated and others that have become redundant in a changing world.
.
C) The board reviewing the curriculum has found numerous courses that became outdated and others that have become redundant in a changing world.
.
D) The board reviewing the curriculum have found numerous courses that became outdated and others that have become redundant in a changing world.
.
E) The board reviewing the curriculum has found numerous courses that have become outdated and others that have become redundant in a changing world.
.
এবার সবগুলো অপশনের গ্রামারটিক্যালি ভুল চেক করে দেখি :-
.
A) উল্লিখিত বাক্যটিকে Subject হচ্ছে The curriculum অর্থাৎ, বোর্ড কারিকুলাম রিভিউ করে এখানে Curriculum হচ্ছে singular subject তাই পরবর্তী verb অবশ্যই Singular হবে। কারণ, আমরা জানি,subject singular হলে verb ও singular হয়। "Have" থাকায় এই অপশন বাদ।
.
B) সেইম ভুল Have থাকায় এই অপশনও বাদ।
.
C) Yes, এ অপশনে Has অর্থাৎ, Curriculum singular subject-এর singular verb পাওয়া গিয়েছে। তাই এই অপশন শুদ্ধ হতে পারে। দেখি বাক্যটির পরবর্তী অংশ ঠিক আছে কি না--- পরবর্তী অংশে দেখা যাচ্ছে That -এর পর Became যা past tense তার মানে পরবর্তীতে আর কোনো verb আসলে তা অবশ্যই past tense-এ থাকতে হবে। কিন্তু বাক্যটিতে that became outdated, and others have become redundant in the changing world. অর্থাৎ, এক অংশ past tense (that became) আর আরেক অংশ present perfect tense (others have become). তাই এ অপশন বাদ। একটি বাক্য কখনো past tense থেকে present tense-এ আসতে পারে না। এ রুলটি ভালো ভাবে বুঝার জন্য আমার Barrons TOEFL-এর point of views verb নোটটি পড়তে পারেন। বিস্তারিত বর্ণনা করেছি।
.
D) c অপশনের মতো সেইম ভুল
.
E) এ অপশনে কোনো ভুল নেই। কারণ, curriculum এর singular verb has এবং পরবর্তী দুই অংশেই present perfect ব্যবহৃত হয়েছে।
.
আশা রাখছি--এভাবে ইংরেজি গ্রামার শিখলে আপনার ইংরেজি ভীতি থাকবে না বললেই চলে।
Home
English Grammar
Learning Techniques
ইংরেজিতে প্রশ্ন তিন মাইল দীর্ঘ লম্বা হলে কি করে দ্রুত উওর দিবেন। দেখে নিন
ইংরেজিতে প্রশ্ন তিন মাইল দীর্ঘ লম্বা হলে কি করে দ্রুত উওর দিবেন। দেখে নিন
Tags
# English Grammar
# Learning Techniques
Share This
Learning Techniques
Labels:
English Grammar,
Learning Techniques