Dream to BCS

Think positive, Be positive, Do positive

বাংলা সাহিত্যের ছন্দ

বাংলা সাহিত্যের ছন্দ
-
বিঃদ্রঃ নোটটি বিগত সালের প্রশ্নের আলোকে তৈরি করা হয়ে, তাই মুখস্ত করে রাখুন।
-
বাংলা ছন্দ প্রধানত কত প্রকার ও কি কি ?
উঃ তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।
-
বাংলা সাহিত্যের প্রথম সনেট কে রচনা করেন?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
-
মাইকেল মধুসুদন দত্তের সর্বপ্রথম সনেট কোনটি ?
উঃ বঙ্গভাষা।
-
সনেটের প্রবর্তক কে ?
উঃ ইটালীর কবি পেত্রার্ক।
-
ধ্বনি প্রধান ছন্দ বলা হয়?
উঃ মাত্রাবৃত্ত ছন্দকে।
-
ছন্দের যাদুকর কাকে বলা হয়?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
-
স্বরাক্ষরিক ছন্দের প্রর্বতক কে করেন?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
-
ছান্দসিক কবি কাকে বলা হয়?
উঃ কবি আব্দুল কাদিরকে।
-
পয়ার ছন্দে থাকে?
উঃ অন্তমিল।
-
লৌকিক ছন্দ কাকে বলে ?
উঃ স্বরবৃত্ত ছন্দকে।
-
গৈরিশ ছন্দের প্রবর্তন কে করেন?
উঃ গিরিশচন্দ্র।
-
গদ্য ছন্দের প্রবর্তন কে করেন?
উঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
-
তানপ্রধান ছন্দ কাকে বলে?
উঃ অক্ষরবৃত্ত ছন্দকে।
-
মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন?
উঃ কাজী নজরুল ইসলাম।
-
সমিল মুক্তক ছন্দের প্রবর্তন কে করেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।