Dream to BCS

Think positive, Be positive, Do positive

২১শে ফেব্রুয়ারির যত প্রথম


২১শে ফেব্রুয়ারির যত প্রথম:-
-
-
* প্রথম শহিদ:- রফিকউদ্দিন আহমেদ।
.
*প্রথম শহিদ মিনার:- ২২ ফেব্রুয়ারি, ছাত্রজনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে নির্মাণ করেন। উদ্বোধন করেন:- ২৩ ফেব্রুয়ারি, শহীদ শফিউরের পিতা মৌলবি মাহবুবুর রহমান। ২৪ তারিখ পুলিশ তা ভেঙ্গে ফেলে( ৯ম-১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

*প্রথম কবিতা:- " কাঁদতে আসি নি ফাঁসির দাবি নিয়ে এসেছি"/ কবি মাহবুব-উল-আলম চৌধুরী
.
*প্রথম উপন্যাস:- " আরেক ফাল্গুন "/ জহির রায়হান।
.
*প্রথম নাটক:- "কবর"/ ড. মুনীর চৌধুরী।
.
*প্রথম গান:- "ভুলবো না, ভুলবো না একুশ ফেব্রুয়ারি ভুলবো না"/ ভাষা সৈনিক গাজীউল হক।
.
*প্রথম গল্প:- " মৌন নয়" / শওকত ওসমান।
.
*প্রথম সংকলন :- "একুশে ফেব্রুয়ারি "/ হাসান হাফিজুর রহমান
.
*প্রথম চলচ্চিত্র :- " জীবন থেকে নেয়া "/ জহির রায়হান