সাম্প্রতিক সময়ের আলোচিত স্হানসমূহ:
---------------------------
.
.
** ডোকলাম মালভূমি :
-- ভারত , চীন & ভুটান সীমান্তে অবস্হিত। ডোকলাম অঞ্চলটি ভুটান ও চীন দুই দেশই তাদের নিজেদের বলে দাবি করে। উক্ত দাবির ক্ষেত্রে ভারত ভুটানের পক্ষে সমর্থন করে। আর ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক বিরোধের সূত্রপাত ঘটে বিরোধপূর্ণ ডোকলাম অঞ্চলে চীন একটি সড়ক নির্মাণের কাজ শুরুর পর থেকে। ভারত এতে সরাসরি বাঁধা দেয়। আর এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে উত্তেজনা চলছে।
** লাদাখ :
-- ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্হিত। ১৫ আগস্ট , ২০১৭ তারিখে ভারতের স্বাধীনতা দিবসে চীনা বাহিনী লাদাখ সীমান্ত লঙ্ঘন করে প্যাংগং লেকে অনুপ্রবেশ করলে ভারতীয় বাহিনীর সঙ্গে তাদের খন্ডযুদ্ধ বাঁধে।
** তুমব্রু - ঘুনধুম সীমান্ত :
-- বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে অবস্হিত।
** 'ইনসেন' :
-- মিয়ানমারের বিখ্যাত কারাগার ।
** 'নাইক্ষংদিয়া' স্হানটি :
-- বাংলাদেশ( টেকনাফ ) ও মিয়ানমার সীমান্তে অবস্হিত ।
** 'নেটং পাহাড়' :
-- কক্সবাজারের টেকনাফ উপজেলার নাইট্যংপাড়ায় অবস্হিত।
** 'কাতালোনিয়া' শহরটি :
-- স্পেনে অবস্হিত। স্পেন থেকে স্বাধীন হওয়া / স্বাধীনতার জন্য গণভোটের দাবিতে কাতালোনিয়ার নাগরিকরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে ।
** 'আল উদেইদ' :
-- কাতারে অবস্হিত। মধ্যপাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানঘাঁটি।
** 'শাহপরীর দ্বীপ' :
-- কক্সবাজারের টেকনাফে অবস্হিত।
** 'সিত্তে' :
-- মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী।
** 'মংডু' :
= বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্হিত।
** 'পালংখালী' সীমান্ত :
-- কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্হিত।
** 'শূন্যরেখা' স্হানটি :
-- বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবস্হিত।
** 'ঘোলারচর' সৈকত :
-- কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে
অবস্হিত।
** 'হাম্বানটোটা' :
-- গভীর সমুদ্রবন্দর । শ্রীলংকায় অবস্হিত।
** 'হামফ্রেইস' :
-- সামরিক ঘাঁটি। দক্ষিণ কোরিয়ায় অবস্হিত। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক
ঘাঁটি।
** 'গোল্ড হল' ও 'ঐতিহাসিক হল' :
-- কাজাখস্তানে অবস্হিত।
** 'জিয়ামেন' শহরটি :
-- চীনে অবস্হিত। জিয়ামেন শহরটিতে সম্প্রতি ৩- ৫
সেপ্টেম্বর ২০১৭ খ্রিঃ তারিখে নবম BRICS সম্মেলন অনুষ্ঠিত হয়।
** 'কোবান' :
-- সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর।
** আলেপ্পো শহরটি :
-- সিরিয়ায় অবস্হিত ।
** দেইর আজ- যোর শহরটি :
-- সিরিয়ায় অবস্হিত।
** 'রাক্কা' শহরটি :
-- সিরিয়ায় অবস্হিত । আইএস ঘোষিত খেলাফতের রাজধানী 'রাক্কা' ।
** 'তেল আরাফ' শহরটি :
-- ইরাকে অবস্হিত । আইএস অধ্যুষিত এলাকা ।
১৩। 'মসুল' শহরটি :
-- ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর। আইএস অধ্যুষিত এলাকা। ঐতিহাসিক গ্র্যান্ড আল- নুরি মসজিদটি মসুল শহরে অবস্হিত। হেলানো মিনারের জন্য বিখ্যাত মসজিদটি ১১৭২- ৭৩ সালে নির্মিত হয়।
** ওকিনোশিমা দ্বীপ :
-- জাপানের প্রাচীন ধর্মীয় স্হান। যেখানে নারীদের যাওয়া নিষিদ্ধ। সম্প্রতি জাতিসংঘের সাংস্কৃতিক সংস্হা
ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে।
** 'মারাবি' :
-- মুসলিম অধ্যুষিত অঞ্চল।
মিন্দানাও দ্বীপে অবস্হিত ( ফিলিপাইন )।
** 'মায়ামি' শহরটি :
-- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্হিত।
** 'হামবুর্গ' শহরটি :
-- জার্মানিতে অবস্হিত । সম্প্রতি ১২তম জি-২০ শীর্ষ সম্মেলন হামবুর্গ শহরটিতে অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ০৭- ০৮ জুলাই, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়।
** 'লস অ্যাঞ্জেলেস' শহরটি:
-- যুক্তরাষ্ট্রে অবস্হিত। উক্ত শহরটিতে ২০২৮ সালে
৩৪ তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।
** 'তাওরমিনা' শহরটি :
-- ইতালিতে অবস্হিত। তাওরমিনা শহরটিতে সম্প্রতি ২৬ - ২৭ মে ২০১৭ খ্রিঃ তারিখে ৪৩ তম জি- ৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
.
সাম্প্রতিক সময়ের আলোচিত স্হানসমূহ
Tags
# International Affairs
# Recent Update
Share This
Recent Update
Labels:
International Affairs,
Recent Update