Dream to BCS

Think positive, Be positive, Do positive

নোবেল পুরুস্কার - ২০১৭ (বিস্তারিত বর্ণনা)


→ সাহিত্যঃ কাজুও ইশিগুরো
-
- একজন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক, লেখক
- আটটি বই লিখেছেন তিনি, আর এই আটটি বই মোট চল্লিশটি ভাষায় অনূদিত হয়েছে।
- তার উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো, “দ্যা রিমেইন্স অফ দ্য ডে” এবং “নেভার লেট মি গো”। 
- এ দুটো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও তৈরি করা হয়েছে।
- "এই লেখক নিজের আদর্শ ঠিক রেখে, আবেগপ্রবণ শক্তি দিয়ে, বিশ্বের সাথে আমাদের সংযোগ ঘটিয়েছেন"- সুইডিশ কমিটি
-
[রেফারেন্সঃ http://www.bbc.com/bengali/news-41513931]
-
-
→ শান্তিঃ আইক্যান
-
- ICAN = International Campaign to Abolish Nuclear weapons
- এই অর্গানাইজেশনটি পরমাণু অস্ত্রের বিস্তার রোধে কাজ করছে। 
- সংস্থাটি সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক এবং দশ বছরেরও বেশি পুরনো। 
- একশোটিরও বেশি দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা এই জোটের সদস্য।

- পরমাণু অস্ত্রের ভয়াবহ পরিণতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা এবং এই অস্ত্রকে নিষিদ্ধ করার লক্ষ্যে চুক্তি সম্পাদনের চেষ্টার জন্য এই সংগঠনকে এবার শান্তি পুরষ্কার দেওয়া হলো।

- এমন এক সময়ে নোবেল শান্তি পুরষ্কারের বিজয়ী হিসেবে আইক্যানের নাম ঘোষনা করা হলো, যখন পরমাণু শক্তিধর যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া পরষ্পর পরষ্পরকে হুমকি দিচ্ছে।

- আইক্যানের চাপে এ বছরই জুলাই মাসে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার উদ্দেশ্যে জাতিসংঘে ১২২ টি দেশ এক প্রস্তাব গ্রহণ করেছে। (কিন্তু পরমাণু শক্তিধর ৯ টি দেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ, এই প্রস্তাবে সই করেননি)

- পুরষ্কার হিসেবে আইক্যান পাবে ১১ লাখ ডলার ও একটি নোবেল পদক। আগামী ডিসেম্বর মাসে এক অনুষ্ঠানে সংস্থাটির হাতে এসব পুরষ্কার তুলে দেওয়া হবে। 
- এর আগেও পরমাণু অস্ত্রের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছিল “পাগওয়াশ গ্রুপ” নামের আরেকটি সংগঠন। (১৯৯৫ সালে)
-
[রেফারেন্সঃ http://www.bbc.com/bengali/news-41526490]
-
-
→ চিকিৎসা বিজ্ঞানঃ
১) মাইকেল ডব্লিউ ইয়ং
২) মাইকেল রসব্যাশ 
৩) জেফ্রি সি. হল
-
- প্রাণিদেহের রহস্যময় “আণবিক কার্যকলাপ” ফাস করে জিতে নিয়েছেন ২০১৭ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার
- গাছপালা থেকে শুরু করে মানুষ সহ সমস্ত জীবজগত কি ভাবে আহ্নিক গতির সঙ্গে তাল মিলিয়ে নিজস্ব জৈবিক ছন্দে অভ্যস্ত হয়ে উঠে, তারই দিশা দেখিয়েছেন এই ত্রয়ী।
- “এই আবিষ্কার নিশ্চিত ভাবেই আমাদের স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা যাচাই এবং তা রক্ষায় ব্যাপক প্রভাব ফেলবে”
- এই আবিষ্কারের মাধ্যমে মানুষের আচরণ, হরমোনের মাত্রা, ঘুম, শরীরের তাপমাত্রা ছাড়াও বিপাক প্রক্রিয়া ব্যাখা করা যাবে।
-
[রেফারেন্সঃ http://www.anandabazar.com/others/science/3-americans-won-nobel-prize-for-their-work-over-body-s-internal-clock-1.683209]
-
-
→ রসায়নঃ
১) জাকুস দুবোশে [সুইজারল্যান্ড] 
২) জোয়াকিম ফ্রাঙ্ক [জার্মানি] 
৩) রিচার্ড হেন্ডারসন [স্কটল্যান্ড]
-
- জৈব অণুর চেহারা দেখিয়ে রসায়নে নোবেল জিতলেন এই তিন ইউরোপীয়। 
- ৯০ লক্ষ ক্রোনার এই তিন জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। 
- অবদানঃ ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কোপি
-
[রেফারেন্সঃ http://www.anandabazar.com/others/science/nobel-prize-in-chemistry-2017-announced-dgtl-1.684093]
-
-
→ পদার্থবিদ্যাঃ 
১) রেইনার ওয়েইস 
২) বারি সি. বরিশ
৩) কিপ এস. থর্ন
-
- আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করে এবার পদার্থবিদ্যায় নোবেল জিতলেন তারা। 
- আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাদের হাতে সুইডিশ ৮০ লাখ ক্রোনার পুরষ্কার তুলে দেওয়া হবে। 
- ৮০ লাখ ক্রোনারের অর্ধেক পাবেন ওয়েসিস। আর বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন বরিশ ও থর্ন।

অবদানঃ
১. LIGO Detector
2. Observation of Gravitational Waves
-
[রেফারেন্সঃ http://www.dhakatimes24.com/2017/10/03/51399/মহাকর্ষীয়-তরঙ্গ-শনাক্তকারী-তিন-বিজ্ঞানী-পেলেন-নোবেল]
-
-
→ অর্থনীতি (সেভেরিগস রিকসব্যাংক প্রাইজ ফর ইকোনমিক সায়েন্স )

আমেরিকান প্রথিতযশা অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালার।

অবদানঃ আচরণগত অর্থনীতিতে অবদান রাখার জন্য।