
বাংলা সাহিত্য - বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়
,
১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মস্থান
কোথায়?
উত্তরঃ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণার
কাঁঠালপাড়া গ্রামে, ১৮৩৮ সালে।
২। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত
প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উঃ ললিতা তথা মানস।
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের রচিত
প্রথম বাংলা উপন্যাসের নাম কী?
উঃ দুর্গেশনন্দিনী।
৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের
উপন্যাসগুলো কী কী?
উঃ ইন্দিরা, আনন্দমঠ, বিষবৃক্ষ,
দুর্গেশনন্দিনী,
কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী
চৌধুরানী, চন্দ্রশেখর, শীতারাম,
মৃণালীনি, রাধারানী, রজনী ও
যুগলাঙ্গুরীয়।
/
ছন্দে ছন্দে মনে রাখা যায়ঃ
এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দমঠের সামনে বিষবৃক্ষের নিচে
দাড়িয়ে দুর্গেশনন্দিনী ও
কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল
পড়ছিলো। কিন্তু রাজসিংহ তা
দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে
চন্দ্রশেখর এবং সীতারাম ও দুই মেয়ে
মৃণালিনী ও রাধারানীকে বলে
দিলে তারা ঐ যুগলাঙ্গুরীয়কে
শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলো।
৫। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের
প্রবন্ধগ্রন্থগু
উঃ লোকরহস্য, কমলাকান্তের দপ্তর,
বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র ও
ধর্মতত্ত্ব অনুশীলন।
৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের ছদ্মনাম
কি?
উঃ কমলাকান্ত।
৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়ের
সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ বঙ্গদর্শন ।
৮। বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী
উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ বিমলা, আয়েশা, জগৎসিংহ,
তিলোত্তমা।
৯। বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের
চরিত্র কী কী?
উত্তরঃ কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ,
সূর্যমুখী।
১০। বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’
উপন্যাসের চরিত্র কি কি?
উত্তরঃ রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর।