★ জিকে টুইস্টার সাম্প্রতিক ★
পার্ট: ০৬
ফর: বিসিএস ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী।
Share! Share! Share!
-
- হারানো নক্ষত্রগুলিঃ
১. নায়করাজ রাজ্জাক
- পুরো নামঃ আব্দুর রাজ্জাক
- জন্মস্থানঃ নাকতলা, টালিগঞ্জ, দক্ষিণ কলকাতা, ভারত
- জন্মঃ ২৩ জানুয়ারি ১৯৪২
- মৃত্যু- ২১ আগস্ট ২০১৭
- উপাধিঃ নায়করাজ
- "নায়করাজ" উপাধি দেনঃ 'চিত্রালি' পত্রিকার সম্পাদক আহমদ জামান চৌধুরী
- প্রথম অভিনীত নাটকঃ বিদ্রোহী
- সিনেমায় অভিষেক হয়ঃ "রতন লাল বাঙালি" সিনেমার মাধ্যমে
- ঢালিউডে নায়ক হিসেবে প্রথম চলচ্চিত্রে অভিনয়ঃ বেহুলা
[পরিচালক- জহির রায়হান]
- অভিনীত বিখ্যাত চলচ্চিত্রসমূহঃ নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, পিচ ঢালা পথ, ছুটির ঘন্টা, বাবা কেন চাকর, আগুন নিয়ে খেলা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, রংবাজ, আলোর মিছিল, এতটুকু আশা, ময়নামতি, নাচের পুতলি, লাইলি মজনু প্রভৃতি।
- অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রসমূহঃ ওরা ১১ জন, আমার জন্মভূমি, আলোর মিছিল
- সর্বশেষ চলচ্চিত্রঃ কার্তুজ (২০১৪, বাপ্পারাজ পরিচালিত)
- শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেনঃ ৫ বার
- আজীবন সম্মাননা লাভঃ ২০১৩ সালে।
২. আব্দুল জব্বার
- বাংলাদেশ বেতারের ১৫ তম শিল্পী (১৯৫৮ সালে অভিষেক)
- জন্মঃ ৭ নভেম্বর, ১৯৩৮
- মৃত্যু- ৩০ আগস্ট, ২০১৭
- জন্মস্থানঃ কুষ্টিয়া
- পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্রের গানে কন্ঠ দেন- ১৯৬৪ সালে
[চলচ্চিত্রের নামঃ সঙ্গম, পরিচালক- জহির রায়হান]
- ভারতীয় কন্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে মুক্তিযুদ্ধের সময় জনমত তৈরি করেন।
- ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতাদের জরিপে "সর্বকালের সেরা ২০ টি বাংলা গান" এর তালিকায় তার তিনটি গান স্থান পায়ঃ
★ তুমি কি দেখেছ কভু.........
★ সালাম সালাম হাজার সালাম
★ জয় বাংলা বাংলার জয়
তার গাওয়া জনপ্রিয় গানসমূহ [ভেরি ভেরি ইম্পরট্যান্ট]
- তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয়
[সুরকার- সত্য সাহা,
গীতিকার- মোহাম্মদ মনিরুজ্জামান]
- ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া
[সিনেমা- সারেং বউ,
সুরকার- আলম খান,
গীতিকার- মুকুল চৌধুরী]
- সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ চরণে
[সুরকারঃ আব্দুল জব্বার,
গীতিকারঃ ফজল-এ-খোদা]
- পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে রেখেছি
- জয় বাংলা, বাংলার জয়
৩. লাকী আখন্দ
- উপাধিঃ সুরের বরপুত্র
- মৃত্যু- ২১ এপ্রিল ২০১৭
- তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন
- তিনি ছিলেন প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক, গায়ক ও বীর মুক্তিযোদ্ধা
- তার প্রথম একক এলবাম- "স্বনামে"
- এটি ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রকাশ পায়
- তিনি ফুসফুস এর ক্যান্সার এ মারা যান
- তাকে সমাহিত করা হয়ঃ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে
- তার বিখ্যাত গানগুলিঃ
* আবার এলো যে সন্ধ্যা
* এই নীল মনিহারে
* আমায় ডেকোনা
* আগে যদি জানতাম
* কে বাঁশি বাজায়রে
* স্বাধীনতা তোমাকে ঘিরে
* সুমনা রীতিনীতি জানে না
৪. সৈয়দ আব্দুল্লাহ খালিদ
- তার বিখ্যাত কীর্তিঃ অপরাজেয় বাংলা ভাস্কর্য
- অবস্থিতঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে
- এটির উদ্বোধন হয়ঃ ১৬ ডিসেম্বর, ১৯৭৯
- মৃত্যু- ২০ মে, ২০১৭
- তিনি এ বছর "একুশে পদক" লাভ করেন
৫. রমা দাশ গুপ্তা
- স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের জনপ্রিয় কন্ঠশিল্পী ছিলেন
- মৃত্যু- ১২ ফেব্রুয়ারী ২০১৭
- বিখ্যাত গানঃ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল
৬. কুটি মনসুর
- গায়ক, গীতিকার ও সুরকার
- পল্লীগীতি, জারি-সারি, পালাগান, মারফতি, মুর্শিদি, আধ্যাত্মিক, হামদ-নাত ও ইসলামি গজলের প্রায় ৮০০০ গানের লেখক
- মারা যানঃ ২৪ জানুয়ারি ২০১৭
এই পোস্টটি থেকে অন্তত ২/৩ টা কোসচেন শিউর কমন পাবা। সো, ভালোভাবে পড়ো। আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব নেক্সট পোস্টে। Stay Tuned!