জাহাঙ্গীরনগর_বি
.
যেহেতু জাবির আইবিএ এবং বিবিএ এর কোশ্চেন প্যাটার্ন সেম তাই আপনারা এক প্রস্তুতিতে দুই যায়গায় তেই পরীক্ষা দিতে পারবেন।এখানে বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম।
নিচে Subject অনুযায়ী কিছু বই সাজেস্ট করছি। আপনারা এই ধরনের যেকোন বই Follow করতে পারেন। পড়াশোনার পরিমাণ অনেকের কাছেই কম বলে মনে হতে পারে। যাদের মনে হবে তারা অবশ্যই আরো বিভিন্ন বই থেকে Practice করবেন। মনে রাখবেন ভাল করার জন্যে practice-এর alternative কিছু নেই।
-
#Mathematics:
এই সেকশনে বিভিন্ন ধরনের math প্রশ্ন আসে। JU -তে Math বলতে school level(ক্লাস 7-10) এর কিছু রুলস এর উপর ভিত্তি আসে, এবং এই Math গুলো প্রশ্নে থাকে English version এ।
যা যা পড়তে পাড়েন:
#১. S@ifur’s MATH or Math Bulletin : বইয়ের Math গুলো বুঝে Solve করুন। বইয়ের প্রতিটি Shortcut Formula আলাদাভাবে নোট করে রাখুন।
#২. Math-এর জন্য Mentor's Math Qbank থেকেও Practice করতে পারেন।
#৩. S@ifur’s Puzzle বইয়ের কিছু Puzzle বুঝে বুঝে Solve করুন।
##Practice all the previous year’s questions : আগের প্রশ্নগুলো থেকে এমনকি ৬-৭ টি কমন পেতে পারেন।
#English :
এই সেকশনে থাকে Grammar & Vocabulary based questions সাথে Comprehension.
যা যা পড়তে পারেন :
-
#Grammer
#১. Cliffs TOEFL Preparation guide (Grammar Edition): বইটির PART-III তে Grammar Review করা হয়েছে। Examples সহ বুঝে বুঝে পুরো PART-III complete করুন। PART-IV এ ৬ টি Full-Length Practice Test দেয়া আছে। প্রতিটি Test এর Section-2 complete করুন। সমাধান করার পর বইয়ে দেয়া Explanations বুঝে মিলিয়ে নিন।
#২. Adroit বইটাও Grammer এর জন্য দেখতে পারেন।
-
#Vocabulary
Admission test-এ English -এর সবচেয়ে গুরুত্বপূণ টপিক হল Vocabulary. প্রতিটি Question এ আপনি Direct/
যা যা পড়তে পারেন :
#১. S@ifur's Student vocabulary
#২. BARRON’S SAT
#৩. Daily English News paper.
-
#Comprehension
#১. Adroit বইটা থেকে practice করতে পারেন।
##Practice all the previous year’s questions.
-
#General_Knowled
সাধারণত ব্যবসায় সংক্রান্ত তথ্য থেকে প্রশ্ন আসে। প্রশ্ন হয় English Version এ।
যা যা পড়তে পারেন :
#১. GK Pedia।
#২. Bank job-এর GK বই।
-
#Bangla:
বাংলার সবগুলা প্রশ্নের সঠিক উত্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ স্বল্প পরিশ্রমে এখানে পূর্ণ মার্কস তোলা সম্ভব। জাবিতে সাধারণত, মুখস্হ নির্ভর প্রশ্ন বেশি এসে থাকে। বাংলাতে ব্যাকরণ অংশ থেকেই প্রশ্ন আসে বেশি। Text বই(১ম পএ) থেকে প্রশ্ন আসে না বললেই চলে, আসলেও ২/১ টা। তাই যারা HSC তে বাংলা বই এর পরবর্তন নিয়া দুশ্চিন্তায় আছেন, তারা একেবারেই দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন, কারণ এর প্রভাব আপনাদের উপর একেবারে পড়বে না বলেই আশা করা যায় ।
যা যা পড়তে পারেন :
#১. সমার্থক, বিপরিত , পারিভাষিক শব্দ, শব্দার্থ, শব্দের শ্রেণি, বাগধারা, বানান শুদ্ধি, এক কথায় প্রকাশ ।
#২. সমাস, কারক, প্রত্যয় সন্ধি অনুবাদ থেকেও প্রশ্ন আসে তবে তা তুলনামূলক সহজই আসে।
#৩. বাংলা ১ম পএ থেকে মূলত শব্দার্থ এবং কোনটা কার উক্তি এগুলো আসে।
-
##Practice all the previous year’s questions.
-
#Mark_distributi
Total: 100 (MCQ - 75)
Math: 30
English: 30
Gk(with business related): 10
Bangla: 5
GPA : 20 & Viva: 5
-
#Marks_distribut
Total:100 (MCQ 80)
Bangla:10
GK(with business related):10
Math:30
English:30
-
#Number_of_seats for IBA, JU:
IBA, JU -তে (G unit) আসন মোট ৫০ টি, যার মধ্যে ২৫ টি ছেলেদের জন্য ও ২৫ টি মেয়েদের জন্য।
#Number_of_seat
BBA, JU তে (E unit) আসন মোট ২০০ টি, যার মধ্যে ১০৪ টি ছেলেদের জন্য ও ৯৬ টি মেয়েদের জন্য।
সময়:৫৫ মিনিট, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
উল্লেক্ষ্য যে, *********জাবিতে
.