
আজকে তোমাদের D unit
এর সবচেয়ে গুরুত্বপুর্ন সাবজেক্ট English নিয়ে আলোচনা করব।
ঢাবিতে ইংলিশ মানে ই ভয়ের আরেক টি নাম। ইংলিশ এ ভালো করা মানে ই ৯০% চ্যান্স নিশ্চিত হয়ে যাওয়া। তাই তোমাদের ইংলিশ এর উপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমি এখানে তোমাদের ইংলিশ এর কনিফিউসন গুলো দুর করার চেষ্টা করব।
ইংলিশ এ পাশ করার জন্য
B unit 8
C unit 10
D unit 8
পেতে হবে।
#যাই হোক আজ
আমি ডি ইউনিট এর ইংরেজি নিয়ে তোমাদের কিছু ধারনা দিব
D unit
এর জন্য ইংলিশ ১ম পত্র বই পড়তে হবে না।
এটা শুধুমাত্র বি ইউনিট এর জন্য পড়তে হবে।
মোট ২৫ টি প্রশ্ন থাকবে
১.২ করে মার্কস সর্বমোট ৩০ নাম্বার থাকবে।
যেখানে পাশ করার জন্য তোমাকে ৮ পেলে ই হবে।
কিন্তু শুধু পাশ করলে ই হবে না
তোমাকে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই ইংরেজি তে ভালো মার্কস পেতে হবে।
যেমন
আইন ১৮
ইংলিশ ২০
অর্থনীতি ১৬
জার্নালিজম ১৬
এ মার্কস পেতে হবে তোমাকে এই সাবজেক্ট গুলো পেতে হলে।
তাহলে বুজতে ই পারছো ইংরেজি কতটা গুরুত্বপুর্ন তোমাদের জন্য।
আসো এবার ইংরেজি র গুরুত্বপুর্ন টপিক নিয়ে আলোচনা করি
# English বিষয় টা ৩ টা ক্যাটাগরি রে ভাগ থাকবে
1. Comprehension থেকে 5 টি প্রশ্ন
2. vocabulary থেকে ৮-১০ টি প্রশ্ন
3. Grammar থেকে ৮-১০ টি প্রশ্ন
এভাবে ২৫ টি প্রশ্ন থাকবে।
#এর মধ্যে vocabulary item টা তোমাকে নিজে বাসায় বসে মুখস্ত করতে হবে। এটার উপর কারো হাত নাই। তুমি যত মুখস্ত করবে তত ভালো পারবে। তাই তোমাদের যাদের পরীক্ষা শেষ তাদের এক্ষুনি শুরু করা উচিত। যেমন:
1 Synonym / Antonym
2 group verb
3 appropriate preposition
4 phrase & Idioms
5 Translation
6 correct spelling
#তারপরে আশা যাক comprehension এ
একটা passage দেওয়া থাকবে সেখান থেকে ৫ টি প্রশ্ন থাকবে।
এটার উপর ইনশাআল্লাহ পরবর্তী তে কিছু টিপস দিব।
#এবার আসি Grammar এ
D unit এর এর জন্য কিছু সুক্ষ্ম ছোট ছোট গ্রামার আইটেম আসে।
গ্রামার এর জন্য গুরুত্বপুর্ন টপিক গুলো নিচে দেওয়া হলো!!
1 parts of speech (full)
2 causative verb
3 subjunctive verb
4 subject verb agreement
5 pronoun antecedent
6 Apposite
7 Dangling Modifier
8 Nominal That clause
9 Affirmative - Negative agreement
10 parallelism
11 Redundancy
12 Article
13 Tag question
14 conditional Sentence
15 Inversion
Etc....
আশা করি এগুলো পড়লে ই তোমরা ভালো রেজাল্ট করতে পারবা ইনশাআল্লাহ।
# বই সাজেস্ট
vocabulary এর জন্য paragon এর adroit
সেখানে প্রচুর দেওয়া আছে
আর জয়কলির English Bichitra
follow করো।
ইনশাআল্লাহ হয়ে যাবে
#আর একটা বিষয় তোমরা অনেকে ই মনে করো D unit এর জন্য প্রিপারেশন নিব কিন্তু কোচিং করব না। এক সেট বই কিনলে ঈ হবে। আমি বলব এটা ভুল সিদ্ধান্ত। অবশ্যই তোমরা কোচিং এ ভর্তি হও। তোমাদের যার যেটা ভালো লাগে ucc/paragon/
etc ভর্তি হয়ে যাও।
কারন সেখানে মডেল টেস্ট পরীক্ষা গুলো দিলে তুমি ভালো করতে পারবে confidence ও build up হবে।
#আমার জানা মতে সব গুলো কোচিং এ জুনের ১ তারিখ থেকে ক্লাশ শুরু হবে। আর ইতিমধ্যে মধ্যে তোমাদের ও HSC এক্সাম প্রায় শেষ। তাই তোমরা এই মাসের বাকি দিন গুলো vocabulary মুখস্ত করে ফেলতে পারো। দেখবে তোমরা ঘরে বসে ই অন্যদের চেয়ে এগিয়ে গিয়েছো। একটু পরিশ্রম করো ঢাবি বেশি দুরে নয়।
আর তোমাদের প্রতি শুভ কামনা রইল। তোমরা যারা এখন ও hesitation আছো প্রিপারেশন নিয়ে প্লিজ তোমাদের সমস্যা গুলো জানাও। আমরা তোমাদের যথেস্ট সাহায্য করব।
আর তোমাদের আশে পাশে র সব ফ্রেন্ড দের এই গ্রুপ টায় এড করিয়ে দাও।যাতে ওরা ও এই হেল্প থেকে যেনো বঞ্চিত না হয়।
আর যারা যারা ইতোমধ্যে D unit এর প্রিপারেশন নিয়ে নিয়েছো তারা প্লিজ Raise your hand...
#Build up your confidence
# Working hard and become a ঢাবিয়ান!!!!!