-
১. ভর্তি যোগ্যতা :
-
অন্যান্য যেকোন সরকারি ভার্সিটির তুলনায় চবির ভর্তি যোগ্যতা অর্থাৎ এস এস সি ও এইচ এস সি এর পয়েন্ট রিকোয়ারমেন্ট অনেক কম।দুইটা মিলে ৭.০০ থাকলেই আপনি যেকোনে ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।যাদের পয়েন্ট কম তাদেরও বেশী চিন্তার কিছু নাই।জিপিএ তে মাত্র ২০ নাম্বার বরাদ্দ চবির ভর্তি পরীক্ষায়।অর্থাৎ
-
২। প্রতিযোগিতা :
-
যেহেতু পয়েন্ট রিকোয়ারমেন্ট অনেক কম তাই প্রতিযোগিতাও বেশী। গত কয়েক বছর ধরে প্রায় ৫০০০ সিটের বিপরীতে গড়ে পায় ২ লক্ষ ১০ হাজার করে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
-
৩।সেকেন্ড টাইম অফ :
-
তবে এবার প্রতিযোগিতা অনেকখানি কমে যাওয়ার সম্ভাবনা আছে।কারণ এইবার থেকে চবিতে সেকেন্ড টাইম পরীক্ষায় বসা বন্ধ হচ্ছে।
-
৪।নেগেটিভ মার্কিং :
-
অন্যসব সরকারি ভার্সিটির তুলনায় চবি এই জায়গায় সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে একমাত্র ভার্সিটি হিসাবে সাবজেক্ট অনুযায়ী নেগেটিভ মার্কিং চালু আছে শুধুমাত্র চবিতে।