Dream to BCS

Think positive, Be positive, Do positive

বাংলাদেশের চর

বাংলাদেশের চর

Bcs preparation

* বাংলাদেশের প্রধান প্রধান
চরাঞ্চলের নাম কী কী?
- দুবলার চর, চরমানিক, মহুরীর চর, পাটনি
চর, উড়ির চর, চর জব্বার, চর কুকড়ি মুকড়ি, চর
শাহবানী, চর আলেকজান্ডার, চর
নিউটন, চর সৃজনী ইত্যাদি।
.
* চর আলেকজান্ডার কোথায় অবস্থিত? -
লক্ষ্মীপুরের রামগতিতে।
.
*দুবলার চর কোথায় অবস্থিত?
- সুন্দরবনের দক্ষিণ উপকূলে।
.
* দুবলার চর কী জন্য বিখ্যাত?
- মৎস্য আহরণ, শুঁটকি উৎপাদন ও উপকূলীয়
সবুজ বেষ্টনীর জন্য বিখ্যাত।
.
* চর মানিক ও চর জব্বার কোথায়
অবস্থিত?
- ভোলা জেলায়।
.
* চেঙ্গার চর কোথায় অবস্থিত?
- নোয়াখালীর হাতিয়া দ্বীপে।
.
* চর লরেন্স ও চর কাদিরা কোথায়
অবস্থিত?
- নোয়াখালীর হাতিয়া দ্বীপে।
.
*চর গজারিয়া কোথায় অবস্থিত?
- লক্ষ্মীপুরে।
.
* চর নিউটন কোথায় অবস্থিত?
- ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।
.
* উড়ির চর কোথায় অবস্থিত?
- নোয়াখালীর হাতিয়া দ্বীপে।
.
* হাতিয়া দ্বীপে জেগে ওঠা দুটি
বিখ্যাত চর কী কী?
- চর সৃজনী এবং চর শাহবানী।
.
* চর সৃজনী এবং চর শাহবানী কোথায়
অবস্থিত?
- হাতিয়া দ্বীপে।
.
*চর মহুরী কোথায় অবস্থিত?
- ফেনী জেলায়।
.
* চর সামছুদ্দিন কোথায় অবস্থিত?
- লক্ষ্মীপুর জেলার রামগতি
উপজেলায়।
.
*নির্মল চর কোথায় অবস্থিত?
- রাজশাহী জেলায়।
.
* নির্মল চর কী?
- রাজশাহী জেলায় বাংলাদেশ-
ভারত সীমান্তে ছোট এক টুকরো জমি
(দৈর্ঘ্য ৩,০০০ ফুট, প্রস্থ ২০০ ফুট)।
.
* পাটনি চর কোথায় অবস্থিত?
- সুন্দরবনের পাদদেশে।
.
* চর নিজাম কোথায় অবস্থিত?
- ভোলা জেলায়।
.
*চর মনপুরা কোথায় অবস্থিত?
- ভোলা জেলায়।
.
* চর জঙ্গী কোথায় অবস্থিত?
- ভোলা জেলায়।
.
*চর কুকড়ি মুকড়ি কোথায় অবস্থিত?
- ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।
.
* সোজার চর কোথায় অবস্থিত?
- ভোলা জেলার চরফ্যাশন উপজেলার
দক্ষিণে।
.
* চর জহির উদ্দিন কোথায় অবস্থিত? -
ভোলা জেলায়।
.
* চর ফয়েজ উদ্দিন কোথায় অবস্থিত? -
ভোলা জেলায়।
.
* বাংলাদেশের কোন জেলায় চরের
সংখ্যা বেশি? - ভোলা জেলায়।
.
*কুলিয়ার চর কোথায় অবস্থিত?
- কিশোরগঞ্জে।
.
* পাখির চর কোথায় অবস্থিত?
- সুন্দরবন।
.
* বাংলাদেশের সুন্দরবনের পাদদেশে
অবস্থিত দুবলার চরের অপর নাম কী?
- জাফর পয়েন্ট।
.
* বাংলাদেশের কোন নদীতে চরের
সংখ্যা বেশি? - যমুনা নদীতে।
...............................................................

☑ বি দ্রঃ পোষ্টটি আপনার সময়মত পড়ার জন্য শেয়ার করে নিজের Facebook  টাইমলাইনে রাখুন। আর পোষ্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে উত্‍সাহ দিবেন।