Dream to BCS

Think positive, Be positive, Do positive

১টি কবিতা মুখস্ত করুন টেকনিকে ৭জন বীরশ্রেষ্ঠকে পেয়ে যাবেন



 



১টি কবিতা মুখস্ত করুন টেকনিকে ৭জন বীরশ্রেষ্ঠকে পেয়ে যাবেন-
............
"সিপাহী মোস্তফা নিজের কথা ভুলে(ভোলা)
সেনাবাহিনীর কর্মী হয়ে ৮ই এপ্রিল মরে।"
.
"ল্যান্সনায়েক আব্দুর রউফ ফরিদপুরে হয়ে,
২০এপ্রিল মারা যায় ইপিআর এ গিয়ে"
.
"নরসিংদীর মতিউর বিমান (টি-33/

ব্লু-বার্ড)চুরি করে,
২০আগষ্ঠ মারা যায় ২৪ জুন ফেরে।"
.
"নড়াইলের নুর মোহাম্মদ ইপিআরে গিয়ে,
৫ সেপ্টেম্বর ৮ নম্বরে যুদ্ধ করে মরে।"
.
"সিপাহী হামিদুর রহমান ঝিনাইদহের ছেলে,
১০ই ডিসেম্বর ২০০৭ ভারত থেকে ফেরে।"
.
"নোয়াখালির আর্টিফিসার রুহুল আমিন ভাই,
১০ই ডিসেম্বর(পলাশে)
মারা গেলে রুপসায় কবর পায়।"
.
"শেষ ক্যাপ্টেন মহিউদ্দিন বরিশালের সেনা,
সোনা মসজিদ ঘুমিয়ে আছে ১৪ডিসেম্বর চেনা।