
আন্তর্জাতিক বিষায়াবলি।
বিসিএস মার্ক = 01
আলোচনার বিষয় :- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা।
বিসিএস মার্ক = 01
আলোচনার বিষয় :- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা।
অস্ট্রেলিয়া:
অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। এটি ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ। গ্রেট ভিক্টোরিয়া এদের সর্ববৃহৎ হ্রদ।
1901 সালের 1লা জানুয়ারি কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া গঠিত হয়। এছাড়াও অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশও বলা হয়। বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর " গ্রেট ব্যারিয়ার রিফ" অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোসিয়াঙ্কো। জনসংখ্যায় ও আয়তনে ওশেনিয়ার সর্ব বৃহৎ শহর সিডনি। অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই।
● অস্ট্রেলিয়া শব্দের অর্থ = এশিয়ার দক্ষিণাঞ্চল।
● অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস = জানুয়ারি।
● The capital of Australia = ক্যানবেরা।
● কমনওয়েলথভুক্ত যে দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্টপ্রধান হিসেবে স্বীকার করে = অস্ট্রেলিয়া।
● কুইসল্যান্ড যে দেশের অংশ = অস্ট্রেলিয়া।
● The smallest continent of the earth বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ = অস্ট্রেলিয়া।
● 2012 সালে কার্বন কর চালু করে = অস্ট্রেলিয়া।
● লাংফিস পাওয়া যায় = অস্ট্রেলিয়ায়।
নিউজিল্যান্ড:
নেদারল্যান্ডের " জিল্যান্ড" প্রদেশের নামানুসারে নিউজিল্যান্ডের নামকরণ করেন ডাচ নাবিক ভাসম্যান। এদেশকে দক্ষিণের গ্রেট ব্রিটেনও বলা হয়। বিশ্বের প্রথম 1893 সালে নিউজিল্যান্ডের মেয়েরা ভোটাধিকার লাভ করে।এ দেশের জাতীয় খেলা রগবী। এ দেশের অধিবাসীদের বলা হয় "কিউই"। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডে।
● কোন দেশের মহিলা প্রথম ভোটাধিকার লাভ করে = নিউজিল্যান্ড।
● মাউরি কোন দেশের অধিবাসী = নিউজিল্যান্ড।
● নিউজিল্যান্ডের অধিবাসী যে নামে পরিচিত = কিউই।
● Name NewZealand is Orginated from নিউজিল্যান্ড নামটি উৎপত্তি হয়েছে ------ নামটি থেকে = Zealand (জিল্যান্ড).
দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়ার:
ফকল্যান্ড:-
এর অপর নাম মালভিনাস। আর্জেন্টিনা হতে 400 মাইল পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এ দ্বীপটি ব্রিটিশ নিয়ন্ত্রনাধীন। 1982 সালে এ দ্বীপের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে সংঘর্ষ হয়।
রিও_ডি_জেনেরি ও।
ব্রাজিলের প্রাক্তন রাজধানী। 1992 সালে বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওশেনিয়ার_ বিখ্যাত_স্থান:-
নিউই
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। এটি বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপ। 1901 সালে এটি নিউজিল্যান্ডের শাসনে আসে।
সিডনি
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী ও অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নগর। সৌন্দর্যের জন্য দক্ষিণের রানী বলা হয়। বিশ্বের সর্বশেষ্ঠ পশম বিক্রয় কেন্দ্র। 2000 সালে 27 তম অলিম্পিক গেমস এখানে অনুষ্ঠিত হয়।
অকল্যান্ড
নিউজিল্যান্ড এর উত্তর দ্বীপে অবস্থিত নিউজিল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ বন্দর এবং বৃহত্তম শহর।
ডারউইন:
অস্ট্রেলিয়ার কেন্দ্র শাসিত রাজ্য নর্দান টেরিটোরির রাজধানী এবং অস্ট্রেলিয়ার অন্যতম শহর।
ব্রিসবেন:
পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান অঙ্গরাজ্য কুইন্সল্যান্ডার
● ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ = 14 টি।
● অস্ট্রেলিয়ার রাজধানী = ক্যানবেরা।
● নিউজিল্যান্ডের রাজধানী = ওয়েলিংটন।
● বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় = 1992 সালে।
● ফকল্যান্ড দ্বীপটি অবস্থিত = আর্জেন্টিনায়।