
১। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
৩। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
৪। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উঃ আ স ম আব্দুর রব।
৫। কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
৬। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
উঃ ২৬ মার্চ, ১৯৭১।
৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
৮। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
৯। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
১০। শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
১১। শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
উঃ ৮ জানুয়ারী ১৯৭২।
স্বদেশ প্রর্ত্যাবর্তন -১০ জানুয়ারী
১২। এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?
উঃ জেনারেল ইয়াহিয়া খান।
১৩। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
১৪। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
১৫। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
১৬। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
১৭। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উঃ ৬ জন।
১৮। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
১৯। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
২০। কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।
২১। মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উঃ এম, মনসুর আলী।
২২। মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।
২৩। মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ শেখ মুজিবর রহমান।
২৪। মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
২৫। মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
উঃ অধ্যাপক ইউসুফ আলী।
২৬। মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
২৭। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
২৮। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
২৯। প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উঃ এম হোসেন আলী।
৩০। সাইমন ড্রিং কে ছিলেন?
উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক।
৩১। ১৯৭১ সালে কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উঃ ১৮ এপ্রিল কলকতায়।
৩২। মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উঃ ১১ টি।
৩৩। কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
উঃ ১০ নং সেক্টর।
৩৪। স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উঃ ৭ জন।
৩৫। স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
উঃ ৬৮ জন।
৩৬। স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
উঃ ১৭৫জন।
৩৭। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
উঃ ৪২৬ জন।
৩৮। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
উঃ ৬৭৬ জন।
৩৯। কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
৪০। কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
৪১। সমপ্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে? উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
৪২। বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।
৪৩। কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
৪৪। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
উঃ ভারতের আমবাসা এলাকায়।
৪৫। দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
৪৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
উঃ মাদার মারিও ভেরেনজি।
৪৭। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
উঃ হোসাইল হেমার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
৪৮। বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
উঃ শহীদুল ইসলাম(লালু) বীর প্রতীক।
৫০। ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
উঃ ২১ নভেম্বর, ১৯৭১।
৫১। ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১।
৫২। ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরা।
৫৩। পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন?
উঃ জেনারেল এ, কে নিয়াজী।
৫৪। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ রেসকোর্স ময়দানে।
৫৫। জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার।
৫৬। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
উঃ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
৫৭। জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ? উঃ ৯৩ হাজার।
৫৮। কোন সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
উঃ আবদুস সাত্তার।
৫৯। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?
উঃ এম আর আখতার মুকুল।
৬০। ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন?
উঃ ১৯৮০ সালে।
৬১। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?
উঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
৬২। বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?
উঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
===============
১. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
:- ২মার্চ, ১৯৭১। (ঢাকা বিশ্ববিদ্যালয়ে,
২. বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেন :- আ,স,ম,আব্দুর রব।
৩. কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়?
:- ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
৪. শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করা হয় কবে? :- ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে। (আ,স,ম, আব্দুর রব এই উপাধি দেন)
৫. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কখন, কোথায় সংগঠিত হয় :- ১৯মার্চ,১৯৭১। গাজীপুরে।
৬. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কারা গড়ে তোলেন :- ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
৭. মুক্তিযুদ্ধ শুরু হয় কত তারিখ থেকে :- ২৬মার্চ।
৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায়, কবে স্থাপন করা হয় :- ২৬ মার্চ,১৯৭১,চট্ট
৯. যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানকে কোথায় বন্দি করে রাখা হয় :- মিওয়ালি কারাগার, করাচি।
১০. শেখ মুজিবুর রহমানের কোন ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা উপ্ত ছিল?
:- রেসকোর্স ময়দানে, ৭ মার্চ
১১. বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় :-১০ এপ্রিল,৭১
১২. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী :- মুজিবনগর, মেহেরপুর জেলা (পূর্বে কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল)
১৩. মুজিবনগরের পুরাতন নাম কি :- বৈদ্যনাথতলার ভবের পাড়া।
১৪. কে বৈদ্যনাথতলার নাম রাখেন মুজিবনগর? :- তাজউদ্দিন আহমেদ।
১৫. মুজিবনগরে কোন স্বাধীনতার ঘোষণা করা হয় :- ১০এপ্রিল,১৯৭১।
১৬. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন :- ১৭ এপ্রিল ( এই দিনেই প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। তাই ১৭ এপ্রিল প্রজাতন্ত্র দিবস)
১৭. অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান : অধ্যাপক ইউসুফ আলী।
১৮. অস্থায়ী সরকারের সদস্য :- ৬ জন।
১৯. অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী :- মনসুর আলী।
২০. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২১. অস্থায়ী সরকারের সচিবালয় ক্যাম্প অফিস :- ৮ থিয়েটার রোড, কলকাতা।
২২. কে, কোন তারিখে বিদেশী মিশনে বাংলাদেসের পতাকা উত্তোলন করেন :- ১৮ এপ্রিল ১৯৭১। (ভারতের কলকাতাস্থ বাংলাদেশ মিশনে)
২৩. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় :- ১১ টি।
২৪. ব্যতিক্রমী সেক্টর :- ১০ নং ( নৌসেক্টর, নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেননা)
২৫. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয় :- ৬৭৬ জন (অপশনে ৬৭৭ থাকলে অবশ্যই ৬৭৭ দাগাবেন)
খেতাব :-
বীরশ্রেষ্ঠ :- ৭ জন। বীরউত্তম : ৬৮ (৬৯ থাকলে ৬৯), বীরবীক্রম :- ১৭৫, বীরপ্রতীক : ৪২৬ জন।
২৬. সেতারা বেগম কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন :- ৪নং (সিলেট)
২৭. কাঁকন বিবির বাড়ী :- সিলেট।
২৮. দেশের একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা :- ইউ,কে,চিং মারমা।
২৯. মুক্তিযুদ্ধে ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল : ৩ টি ( Z, K, S FORCE)
৩০. সাইমন ড্রিং কোন দেশের সাংবাদিক? :- ব্রিটিশ
মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি -ইতালির নাগরিক
৩১. একমাত্র বিদেশী খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা :- হোয়াইল হেমার ওয়াডার ল্যান্ড।
৩২. তিনি কোন দেশেরর নাগরিক :- অস্ট্রেলিয়া (জন্ম :- নেদারল্যান্ড)
৩৩. September on jessore road কার রচনা :- মার্কিন কবি এলেন গিনেসবার্গ।
৩৪. Concert for Bangladesh এর আয়োজক : জর্জ হ্যারিসন (যুক্তরাজ্য), রবিশংকর (ভারত)
৩৫. Concert for Bangladesh অনুষ্টিত হয় :- ১ আগষ্ট,১৯৭১, ম্যাডিসন স্কয়ার, নিউইয়র্ক।
৩৬. ভারত বাংলাদেশের যৌথবাহিনী কবে গঠিত হয় :- ২১ নভেম্বর, ১৯৭১।
৩৭.মুক্তিযুদ্ধে
৩৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থেকে 'চরমপত্র' নামে একটি কথিকা প্রচারিত হত। এর পাঠক কে? : এম,আর,আখতার মুকুল।
৩৯. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরে ছিল :- ৮ নং
৪০. মুক্তিযুদ্ধে অংশ নেয়ার জন্য মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন তার নাম কী :- টি-৩৩ ( ব্লু -বার্ড)
৪১. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কোন এলাকায় অবস্থিত:- সেগুন বাগিচা।
৪২. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে :- ভারত,৬ ডিসেম্বর ( দ্বিতীয়, ভূটান ৭ ডিসেম্বর ১৯৭১)
৪৩. ঢাকা কত নম্বর সেক্টরের অধীন:- ২ এবং ৩ ( দুইটাই থাকলে ২ উত্তর)
৪৪. ১ নং সেক্টর :- চট্টগ্রাম, ১১ নং :-ময়মনসিংহ
৪৫. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহিদ :- সিপাহী মোস্তাফা কামাল , ৮ এপ্রিল ১৯৭১ সমাধি :- ব্রাহ্মণবাড়িয়া।
( শেষ শহিদ :- ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, ১৪ ডিসেম্বর, সমাধি : চাঁপাইনবাবগঞ্জ)
৪৬. জর্জ হ্যারিসনের ব্যান্ড দলের নাম :- বিটলস্
৪৭. জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন :- ১৮ এপ্রিল, ১৯৭১
৪৮. কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের আগ্রহ প্রকাশ করেন : আঁদ্রে মায়েরা।
৪৯.কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক ' খেতাব লাভ করেন :- আব্দুস সাত্তার।
৫০. মুক্তিযুদ্ধ কল্যান ট্রাস্টের প্রতিষ্টাতা :- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
###মুক্তিযুদ্ধ বিষয়ক ৫০ টা চলচিত্রের লিষ্ট ; এর বাইরে প্রিলিতে আসবে না
===============
১/ ওরা ১১ জন – চাষী নজরুল ইসলাম -( ১৯৭২)
২/ অরুণোদয়ের অগ্নিসাক্ষী – সুভাষ দত্ত – (১৯৭২)
৩/ রক্তাক্ত বাংলা – মমতাজ আলী – (১৯৭২)
৪/ বাঘা বাঙালী – আনন্দ – (১৯৭২)
৫/ ধীরে বহে মেঘনা – আলমগীর কবির – (১৯৭৩)
৬/আমার জন্মভূমি – আলমগীর কুমকুম – (১৯৭৩)
৭/ আবার তোরা মানুষ হ – খান আতাউর রহমান – (১৯৭৩)
৮/ সংগ্রাম – চাষী নজরুল ইসলাম (১৯৭৪)
৯/ আলোর মিছিল – নারায়ণ ঘোষ মিতা (১৯৭৪)
১০/ কার হাসি কে হাসে – আনন্দ (১৯৭৪)
১১ /মেঘের অনেক রং – হারুনুর রশীদ (১৯৭৬)
১২/চিৎকার – মতিন রহমান (১৯৮১)
১৩/কলমীলতা – শহীদুল হক খান (১৯৮১)
১৪/ আমরা তোমাদের ভুলবো না – হারুনর রশীদ (১৯৯৩)
১৫/ একাত্তরের যীশু – নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু (১৯৯৩)
১৬/ আগুনের পরশমনি – হুমায়ূন আহমেদ (১৯৯৪)
১৭/ সিপাহী – কাজী হায়াৎ (১৯৯৪)
১৮/ নদীর নাম মধুমতি – তানভীর মোকাম্মেল (১৯৯৬)
১৯/ হাঙর নদী গ্রেনেড – চাষী নজরুল ইসলাম (১৯৯৭)
২০/ এখনো অনেক রাত – খান আতাউর রহমান (১৯৯৭)
২১ /ছানা ও মুক্তিযুদ্ধ – বাদল রহমান (১৯৯৮)
২২/ ’৭১ এর লাশ – নাজির উদ্দীন রিজভী (১৯৯৮)
২৩/ ইতিহাস কন্যা – শামীম আখতার (২০০০)
২৪/ একজন মুক্তিযোদ্ধা – বি.এম সালাউদ্দিন (২০০১)
২৫/ শিলালিপি – শামীম আখতার (২০০২)
২৬/ মেঘের পরে মেঘ – চাষী নজরুল ইসলাম (২০০৪)
২৭/ শ্যামল ছায়া – হুমায়ূন আহমেদ (২০০৪)
২৮ /জয়যাত্রা – তৌকির আহমেদ (২০০৪)
২৯/ ধ্রুবতারা – চাষী নজরুল ইসলাম (২০০৬)
৩০/মেঘের পর মেঘ – চাষি নজরুল ইসলাম (২০০৬)
৩১/ খেলাঘর – মোরশেদুল ইসলাম (২০০৬)
৩২/ অস্তিত্বে আমার দেশ – খিজির হায়াত খান (২০০৭)
৩৩/ গহিনে শব্দ – খালিদ মাহমুদ মিঠু (২০১০)
৩৪/ নিঝুম অরন্যে – মুশফিকুর রহমান গুলজার (২০১০)
৩৫/ রাবেয়া – তানভীর মোকাম্মেল (২০১০)
৩৬/ গেরিলা – নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু (২০১১)
৩৭/ আমার বন্ধু রাশেদ – মোরশেদুল ইসলাম (২০১১)
৩৮ /মেহেরজান – রুবাইয়াত হোসেন (২০১১)
৩৯/ আত্মদান – শাহজাহান চোধুরী (২০১২)
৪০/ কারিগর – আনোয়ার শাহাদাত (২০১২)
৪১/ খন্ড গল্প’ ৭১ – বদরুল আনাম সৌদ (২০১২)
৪২/ পিতা – মাসুদ আখন্দ (২০১২)
১/জীবনঢুলী- তানভীর মোকাম্মেল পরিচালিত
২/এইতো প্রেম-সোহেল আরমান পরিচালিত
৩/সংগ্রাম- মনসুর আলী পরিচালিত
৪/৭১এর গেরিলা-মিজানুর রহমান শামীম পরিচালিত