Dream to BCS

Think positive, Be positive, Do positive

২০১৭ সালের পদক ও পুরস্কার (স্বাধীনতা পুরস্কার,একুশে পদক,বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার )


🏆 স্বাধীনতা পুরস্কার ২০১৭
-১৫ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান মনোনীত
পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো
✰ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ➯ -গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম, আশরাফুল আলম, শহীদ মো. নজমুল হক, মরহুম সৈয়দ মহসিন আলী, শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদ ও বাংলাদেশ বিমানবাহিনী।
✰ চিকিৎসাবিদ্যায় ➯ অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী।
✰ সংস্কৃতিতে ➯ অধ্যাপক এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদল।
✰ সমাজসেবায় ➯ খলিল কাজী ওবিই,
✰ গবেষণা ও প্রশিক্ষণে ➯ শামসুজ্জামান খান ও অধ্যাপক ললিত মোহন নাথ (প্রয়াত) এবং
✰ জনপ্রশাসনে ➯ অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।
-
🏆 একুশে পদক-২০১৭
-✰ ভাষা আন্দোলনের জন্য ➯ ভাষাসৈনিক অধ্যাপক শরিফা খাতুন,
✰ শিল্পকলায় (সংগীত) ➯ সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম,
✰ শিল্পকলায় (চলচ্চিত্র) ➯ -তানভীর মোকাম্মেল,
✰ শিল্পকলায় (ভাস্কর্যে) ➯ সৈয়দ আবদুল্লাহ খালিদ,
✰ শিল্পকলায় (নাটক) ➯ সারা যাকের, সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায়,
✰ গবেষণায় ➯ সৈয়দ আকরম হোসেন,
✰ শিক্ষায় ➯ প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন,
✰ বিজ্ঞান ও প্রযুক্তিতে ➯ ড. জামিলুর রেজা চৌধুরী,
✰ সমাজসেবায় ➯ -অধ্যাপক মাহমুদ হাসান,
✰ ভাষা ও সাহিত্যে ➯ -- (মরণোত্তর) কবি ওমর আলী,
✰ ভাষা ও সাহিত্যে ➯ - সুকুমার বড়ুয়া,
✰ শিল্পকলায় (নৃত্য) ➯ শামীম আরা নীপা এবং
✰ শিল্পকলায় (সংগীত) ➯ - রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম।
(বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক একুশে পদক ২০১৭ দেওয়া হয়)
-
🏆 বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬
-✰ কবিতা ➯ আবু হাসান শাহরিয়ার
✰ কথাসাহিত্য ➯ শাহাদুজ্জামান
✰ প্রবন্ধ ও গবেষনা ➯ মোরশেদ শফিউল হাসান
✰ অনুবাদ ➯ ড.নিয়াজ জামান
✰ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য ➯ ডা. এম এ হাসান
✰ আত্নজীবনী/স্মৃতিকথা ➯ নূরজাহান বোস
✰ শিশুসাহিত্য ➯ রাশেদ রউফ
✰ বিজ্ঞান ও প্রযুক্তি এবং নাটকে এ বছর কেউ পুরস্কার পাননি