
পর্ব :- 01 :
Appropriate Preposition বিষয়টি আয়ত্ত করা তেমন একটি খুব সহজ কাজ নয়। সহজ না হলেও কি করার যেহেতু পরীক্ষায় আসে সেহেতু আয়ত্ত করার সিস্টেম তৈরি করতে হবে।যে word গুলোর পর of এবং যে word গুলোর পরে in ও যে word গুলোর পর to/on/for/from/ with/after/upon প্রভৃতি ব্যবহার হয় সে word গুলোকে আলাদাভাবে সাজিয়ে নেওয়ার মাধ্যমে Appropriate Preposition খুব সহজে আয়ত্ত করার এটিই একমাত্র অভিনব কৌশল বলা যায়। স্বয়ং আমি নিজেই এই পদ্ধতিতে আয়ত্বে রাখার চেষ্টা করি এবং রাখছি। এগুলো একদিন পড়ে মনে রাখার কোন ওয়ে নেই, এগুলো বারবার পড়লে কানের মধ্যে একটা সুর তৈরি হবে। যা মস্তিষ্কে দীর্ঘদিন ধরে রাখার ক্ষেত্রে বেশ ফলপ্রসূ হবে মনে হচ্ছে যেহেতু আমার হয়েছে তেমনি বলতে পারি আপনাদেরও হবে। এ প্রয়াসে একই preposition গ্রহন করে এমন শব্দগুলোকে এক জায়গায় আনা হয়েছে।আপনার আমার পক্ষে অসংখ্য preposition মুখস্থ রাখা যেহেতু অনেকটা দুঃসাধ্য ব্যাপার, সেহেতু যেগুলো পরীক্ষায় আসার মতো এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে কেবল সেগুলোকেই এখানে একত্র করার মাধ্যমেই বিষয়টি সহজ করার চেষ্টা করছি। এই কৌশলের মাধ্যমে preposition আয়ত্ত রাখার কঠিন বিষয়টিও আয়ত্তে আনার আগ্রহ তৈরি হবে।
▶ যে Word গুলোর পরে সাধারণত OF ব্যবহৃত হয়:-
● Aware = সচেতন।
● Beware = হুঁশিয়ারি।
● Accused = অভিযুক্ত।
● Afraid = কুন্ঠিত/ভীত।
● Appraised = অবহিত।
● Boast = গর্ব।
● Consciou = সচেতন।
● Caution = সাবধান।
● Consist = গঠিত।
● Convinced = প্রতীত।
● Composed = ক্ষান্ত।
● Complain = অভিযোগ।
● Charge = মূল্য।
● Deprived = বঞ্চিত।
● Die = মরা।
● Desire = ইচ্ছা।
● Devoid = বর্জিত।
● Envious = দ্রোহী।
● Fond = অনুরাগী/প্রিয়।
● Failure = ব্যর্থতা।
● Quietly = শান্তভাবে।
● Informed = অবগত।
● Innocent = নির্দোষ।
● Lame = পঙ্গু।
● Negligent = অবহেলাকারী।
● Proud = গর্বিত।
● Result = ফল।
● Sure = নিশ্চিত।
● Sick = অসুস্থ।
● Vain = ব্যর্থ।
● Void = অকার্যকর।
● Judge = বিচারক।
● Taste = স্বাদ।
● Worthy = সুযোগ্য।
● Want = চাওয়া।
[ অর্থসহ দিলাম যাতে Word Meaning টাও শক্তিশালী করতে পারেন]
[ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে]