Dream to BCS

Think positive, Be positive, Do positive

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফাইনাল সাজেশন - ২০১৯ (সাধারণ জ্ঞান)

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফাইনাল সাজেশন -২০১৯...
*********************************
১) মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, গতি ও বিজয় " চিত্র কর্মগুলো - শিল্পী শাহাবুদ্দিনের
২) প্রথম বাংলাদেশী হিসেবে যে কিশোরী বাংলা চ্যানেল জয় করে - মিতু আখতার( ১৯ মার্চ ২০১৮)
৩) বাংলা চ্যানেল জয় করতে মিতুর সময় লেগেছে - ৪ ঘন্টা ৩২ মিনিট ৫১ সেকেন্ড
৪) বাংলা চ্যানেলের দৈর্ঘ্য - ১৬.১ কি.মি
৫) বাংলা চ্যানেলের আবিষ্কারকের নাম- কাজী হামিদুল হক
®® আন্তর্জাতিক ©©
৬) বিশ্বের শিক্ষক নির্বাচিত হয়েছেন - ব্রিটিশ নারী আন্দ্রিয়া জাফিরাকো
৭) সাসবেরি শহরটি - যুক্তরাজ্যে
৮) ইইউর সদস্য সংখ্যা - ২৮
৯) সিনাই উপত্যকা - মিসরে
১০) মিসরের প্রেসিডেন্ট - আবদাল ফাতাহ আল সিসি
১১) তীব্র তাপমাত্ররর কারনে সৃষ্ট দাবানলে পুড়ে গেছে - অস্ট্রেলিয়ার তাথরা গ্রাম
১২) সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থক - রাশিয়া
১৩) পুতিন ক্ষমতায় আছেন - ১৮ বছর ধরে
১৪) সৌদি রক্ষণশীল সমাজ ব্যবস্থার জন্য দায়ী ১৯৭৯ সালের ইরানের ইসলামিক বিপ্লব - সৌদি যুবরাজ
১৫) সিবিএস নিউজ হলো - মার্কিন টিভি চ্যানেল
১৬) রাশিয়ার প্রেসিডেন্টর মেয়াদ - ৬ বছর
১৭) পুতিন ২০১৮ সালের নির্বাচনে ভোট পেয়েছেন - ৭৬%
১৮) রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - দিমিত্রি মেদভেদেভ
১৯) পুতিন রাশিয়ার ক্ষমতায় আছেন - ১৯৯৯ সাল থেকে ( প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হয়ে)
২০) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী - হাউখো মাস
২১) সাবেক রুশ গুপ্তচরকে হত্যা চেষ্টার জের ধরে যুক্তরাজ্য বহিস্কার করে - ২৩ জন রুশ কূটনীতিককে
২২) আলেপ্পা শহর - সিরিয়া
® সম্প্রতি আফ্রিকার কোন দেশের প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় নিজ দল থেকে বহিষ্কৃত হন?
উ: জিম্বাবুয়ে (পরে পদত্যাগ করেন)
® জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট কে?
উ: নানগাগওয়া
® জিম্বাবুয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উ: জানু-পিএফ
® ‘জানু-পিএফ’- এর PF দ্বারা কী বুঝায়?
উ: Patriotic Front
® কুতুপালং স্থানটি কোথায়?
উ: উখিয়া, কক্সবাজার
® সম্প্রতি লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রী কে?
উ: সাদ হারিরি
® সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশের সাবমেরিন নাবিকসহ নিখোঁজ হয়?
উ: আর্জেন্টিনা
® আর্জেন্টিনার সাবমেরিন কতজন নাবিকসহ হারিয়ে যায়?
উ: ৪৪ জন
® সম্প্রতি ইসরাইল কোন দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরব লীগের প্রতি আহ্বান জানায়?
উ: ইরানের বিরুদ্ধে
® সম্প্রতি কোন দেশ আরব লীগের সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়?
উ: লেবানন
বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন -
১। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে?
উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত ৩টা
২। বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
৩। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
৪। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
৫। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
৬। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
৭। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
৮। এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
৯। এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
১০। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
১১। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
১২। মেয়াদ কত?
উঃ ১৫ বছর
১৩। নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
১৪। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
১৫। বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে।
বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, — ০১
১. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ — সুন্দরবন।
২. বাংলাদেশের পর্যটন রাজধানী/নগরী — কক্সবাজার।
৩. বাংলাদেশের আয়তন — ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার বা ৫৬, ৯৯২.৫৪ বর্গ মাইল।
৪.ঢাকার প্রতিপাদ স্থান — চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
৫. পৃথীবির দীর্ঘতম সমুদ্রসৈকত তথা বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের আয়তন — ১২০ ৫. পৃথীবির দীর্ঘতম সমুদ্রসৈকত তথা বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের আয়তন — ১২০ কি.মি।
৬. কুয়াকাটা সমুদ্রকৈতের আয়তন — ১৮ কি.মি. ।
৭. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় — গারো পাহাড়।
৮. হালদা উপত্যকা অবস্থিত — খাগড়াছড়ি জেলায়।
৯. সাঙ্গু উপত্যকা অবস্থিত — চট্টগ্রাম জেলায়।
১০. সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় — কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে।
বিগত বছরসমূহের পরীক্ষার প্রশ্নোত্তর
১.বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
উত্তর: ৪১৫৬ কি.মি
২.ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই?
উত্তর:নাগাল্যান্ড
৩.তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত
উত্তর: ডাউকি
৪.বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয় ?
উত্তর: কক্সবাজার
৫.সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম ?
উত্তর: পটুয়াখালী
৬.সোনালি আঁশের দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ
৭.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই ?
উত্তর: বান্দরবান
৮.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ?
উত্তর:৩০ টি
৯.বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?:
উত্তর:কক্সবাজার
১০.বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তর: পঞ্চগড়
১১.প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উত্তর: সিলেট
১২.প্রশ্ন: ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
উত্তর: বাংলাদেশ-মায়ানমার
১৩.প্রশ্ন: ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই
উত্তর: নাগাল্যান্ড
১৪.প্রশ্ন: বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
উত্তর: নাফ
১৫.প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
উত্তর: ৩৯৭৮ কি. মিঃ. অথবা ৪০৯৬ কি. মি
১৬.প্রশ্ন: ভারতের কতটি ‘‘ছিটমহল’’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তর: ১১১টি