Dream to BCS

Think positive, Be positive, Do positive

কখন বুঝবেন আপনি ঢাবিতে চান্স পেতে যাচ্ছেন?

কখন বুঝবেন আপনি  চান্স পেতে যাচ্ছেন ?
দেখে নিন এক নজরে।
.
১. আপনি প্রবল আত্মবিশ্বাসী হবেন।
২. স্বপ্ন গুলো ২৪ ঘন্টাই আপনার মাথায় ঘুরপাক খাবে।
৩. আপনি ঘুমাতে পারবেন না।। হঠাৎ ঘুম থেকে আপনি পড়াশুনা শুরু করে দিয়েছেন।
৪. আপনার মা বলবেন,  এখন অনেক হইছে এই বার ঘুমাতে যা।
৫. আপনার কিছু হেটার থাকবে যারা আপনাকে দেখে হিংসা করবে।
৬. আপানার মধ্যে নিত্য নতুন প্রশ্ন সলভ করার আকাঙ্ক্ষা জন্মাবে।
৭. ফেসবুকে ঢুকেই টাইম লাইনে ঢুকার পরিবর্তে ভর্তি তথ্য,  টিপস খুঁজবেন।
৮. কোচিং প্রতিনিয়তই ভাল করবেন তবে খুব বেশি পটপট করবেন না।
৯. সপিং টপিং কিংবা ঘুরাঘুরি নিয়ে কোন মাথায় থাকবে না।
১০. কোন উৎসব কেই তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না, বরং মনের মধ্যে এমন স্পৃহা হবে, আমি চান্স পাবো সেইদিন যেদিন আমি ঢাবিতে চান্স পাবো।

১১. আপনি বিগত বছরের প্রশ্ন সলভ খুব ভাল করেছেন এবং একটা ও ভুল যাওয়ার সম্ভাবনা নাই।
১২. আপনার কুচিপুচির সাথে ও আলাপ করতেও বিরক্ত মনে হবে। মনে হবে আপনার সময়টুকু নষ্ট হয়ে যাচ্ছে।

আপনার মধ্যে উপরোক্ত বৈশিষ্ট যে দিন পরিলক্ষিত হবে সেদিন ই আপনি চান্স পাবেন।
দেখা হবে বিজয়ে
জয় মাহেশ্মাতি