Header

Think positive, Be positive, Do positive

শত শত গ্রন্থ সমালোচনা শেখার দরকার নাই, এ কয়েকটা শিখলেই চলবে

শত শত গ্রন্থ সমালোচনা শেখার দরকার নাই।নিচের কয়েকটা ভালভাবে শিখলেই কমন পাবেন।
-----------------------------------------------------------
★মুক্তিযুদ্ধের ইতিহাস ---মূলধারা ৭১
★মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক---পায়ের আওয়াজ পাওয়া যায়
★মুক্তিযুদ্ধের উপন্যাস---রাইফেল রোটি
আওরাত,এটা শিখলে ২ টা কাজ হবে।মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বললেও এটাই লিখতে হবে।
★মুক্তিযুদ্ধ পরবর্তী--দেয়াল বা অন্য যেকোনটা
★৬৯ এর গণঅভ্যুত্থান----চিলে কোঠার সেপাই
★ভাষা আন্দোলন---কবর(নাটক) এবং আরেক ফাল্গুন(উপন্যাস)
★স্মৃতিকথা----একাত্তরের দিনগুলি
★আত্মজীবনী ---অসমাপ্ত আত্মজীবনী
★কাব্যগ্রন্থ ---অগ্নিবীণা/গীতাঞ্জলী
★দেশবিভাগ----আগুনপাখি
★মহাকাব্য/ইতিহাস আশ্রিত ----মহাশ্মশান
★নিম্নবিত্ত/গ্রামীন জীবন/
নদীকেন্দ্রীক--পদ্মা নদীর মাঝি
★আলালের ঘরের দুলাল(উপন্যাস)
★লালসালু(ধর্মীয় গোঁড়ামী)
★সধবার একাদশী (প্রহসন)