Dream to BCS

Think positive, Be positive, Do positive

Today Newspaper Review (2 October, 2017)

➲আজকের প্রথম আলো পত্রিকা অবলম্বনে
০২ অক্টোবর ২০১৭, সোমবার 
-
➲ শেখ হাসিনা প্রাচ্যের নতুন তারকা, কে বলেছে?
= দৈনিক খালিজ টাইমস (সংযুক্ত আরব আমিরাত) 
➲ নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি, মাঠজুড়ে সাদা কাশবন আর বিন্দু বিন্দু শিশিরের উঁকিঝুঁকি---কোন ঋতুর বৈশিষ্ট্য?
= শরৎকাল 
➲ গত ৩০ বছরে দেশের বৃষ্টিপাত ক্রমাগত বাড়ছে?
= চট্টগ্রাম বিভাগে 
➲ বৈরী আবহাওয়ার কারণে মানুষের মৃত্যু হওয়ার দিক থেকে তৃতীয় দেশ হচ্ছে?
= বাংলাদেশ
➲ গত ৩০ বছরে বাংলাদেশ ১৮৫ বার চরম বৈরী আবহাওয়ার কবলে পড়েছে, যা বিশ্বে__
= তৃতীয় সর্বোচ্চ 
➲ গত সাত বছরে দেশে শুধু বজ্রপাতেই মারা গেছে?
= ১ হাজার ৭৬০ জন 
➲ কোথাও তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের পরিমাণ বেড়ে যায়?
= ১২ শতাংশ 
➲ ১৯৭১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশে বড় ঘূর্ণিঝড় আঘাত হানত?
= প্রতি ৪-৫ বছর পরপর 
➲ ২০০৭ সালের পর দেশে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানছে?
= প্রতি ২বছর পরপর
➲ পরিবেশের সুরক্ষা ও যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে টু স্ট্রোক ইঞ্জিনচালিত অটোরিকশা তুলে দেয়া হয়?
= ২০০২ সালে 
➲ সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়?
= ২০০৩ সালে 
➲ স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী?
= মারিয়ানো রাহই 
➲ স্পেনের কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়?
= ১ অক্টোবর 
➲ ঐ গণভোটকে অবৈধ বলছে__
= স্পেনের সাংবিধানিক আদালত 
➲ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস?
= প্রবাসী আয় 
➲ প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে বেশি ব্যবহার হচ্ছে কোন পদ্ধতি?
= মোবাইল ব্যাংকিং 
➲ বিশ্বে প্রবাসী আয় বেশী কমেছে__
= বাংলাদেশ ও ভারতে 
➲ ভারতচন্দ্র রায়গুণাকর তাঁর কোন কাব্যে ঈশ্বরী পাটনি দেবীর কাছে বর প্রার্থনা করেছিলেন, ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে?
= অন্নদামঙ্গল 
➲ ২০১৮-২০২২ সাল পর্যন্ত সৌদি নারীর সাক্ষরতার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে?
= ৯১ শতাংশ
➲ সৌদি বাদশাহ আবদুল্লাহ স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে নারীর ভোটাধিকার নিশ্চিত করেন?
= ২০১১ সালে 
➲ জাতিসংঘের শিশু অধিকার সনদ গৃহীত হয়?
= ১৯৮৯ সালে 
➲ গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় দিবস?
= ১ অক্টোবর 
➲ জাতীয় প্রবীণ নীতিমালার আলোকে ষাটোর্ধ্ব ব্যক্তিদের হিসেবে ঘোষণা করা হয়?
= সিনিয়র সিটিজেন 
.
কার্টেসি ব্যতীত অন্য কোথাও পোস্ট করে নিজের নামে চালাবেন না।
.