
১। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না ?
= বিশেষ্য
২। শুদ্ধ বানান
= বাল্মীকি
৩ । শকুনি মামা অর্থ
= কুচক্রী মামা
৪। সংশয় - এর বিপরীত শব্দ
= প্রত্যয়
৫। বক্তব্য - এর প্রকৃতি ও প্রত্যয়
= রুট ( বচ্) + তব্য
৬ । উপকারীর অপকার করে যে
= কৃতঘ্ন
৭। ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচিত হয়েছে?
= রুপতত্ত্বে
৮। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে ?
= কমা
৯। সূর্য- এর প্রতিশব্দ কোনটি ?
= আদিত্য
১০ । ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে , কী যে বিপদ । এই বাক্যে ’কী ‘ এর অর্থ কোনটি?
= বিরক্তি
১১।The Fire is out - বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?
= আগুন ছড়িয়ে পড়েছে
12. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর - বাক্যটির শুদ্ধরুপ কোনটি?
= বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
১৩। অন্তরঙ্গ - এর বিপরীত শব্দ
= বহিরঙ্গ
১৪। শুদ্ধ বানান
= মুহূর্ত
১৫। কোন বাংলা পদের সন্ধি হয় না ?
= অব্যয়
১৬। হাতে দূর্বা গজানো - অর্থ
= আলসেমির লক্ষণ
১৭ । কোনটিতে সাধুভাষা সাধারণত অনুযোগী
= নাটকের সংলাপে
১৮ । শুভ ক্ষণে জন্ম যার
=ক্ষণজন্মা
১৯। কোন পদটির পুরুষ বাচক নেই
= ডাইনী
২০ । সৃষ্টি- র প্রকৃতি প্রত্যয়
= রুট(সৃজ্) + তি
২১. নীলাম্বর কোন সমাস ?
= কর্মধারয়
২২. তিলে তৈল হয় ? কোন কারক
= অপাদানে ৭মী
২৩. শুদ্ধ
= ষ + ণ
২৪ ।মৌলিক শব্দ
= আকাশ
২৫। পেয়ারা কোন ভাষা
= পর্তুগীজ