-
প্রিয় এডমিসন প্রত্যশি ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবচেয়ে গুরুপ্তপূর্ণ টপিক নিয়ে। আমরা জানি আপনারা খুব মেধাবী ও পরিশ্রমী। তবে অনেক ভাই-বোনেরা ভাল বই পড়তে না পারায় পাবলিক ভার্সিটিতে চান্স পাননা। তাই আপনাদের সামনে উপস্থাপন করছি ওই সব বইয়ের নাম যা পড়লে আপনি শুধু চান্স নয় ভাল পযিশনে চান্স হবে।
তাহলে কথা না বারিয়ে শুরু করা যাক,
-
বিষয়ঃ বাংলা। মানঃ ২৫
-
১) বাংলা বিচিত্রা - জয়কলি পাবলিকেশন।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র সেখর।
৩) ৯-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ।
-
বিষয়ঃ ইংরেজি। মানঃ ২৫
-
১) S@ifur's Student Vocabulary.
২) Adroit Vocabulary.
৩) Apex [English] for: medical,versity,BCS exam.
৪) Barron's & Clift's Toefl Translation in bangali.- Joykoly Publication.
৫) S@ifur's Preposition
6) English for competetive exam/bichitra
-
বিষয়ঃ সাধারণ জ্ঞান। মানঃ ৫০
-
১) জয়কলি (বাংলাদেশ বিষয়াবলী)
১) জয়কলি (আন্তর্জাতিক)
৩) Zubaid Gk.
৪) BCS Map.
-
-
এবং অবশ্যই - জয়কলি প্রশ্নব্যাংক - নিবেন। আপনারা হয়তো জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবার ই "B" unit এর এক্সামে ২৫ থেকে ৩০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন কমন পরে। এবং বাংলাতেও ৫ থেকে ১০ তা প্রশ্ন থাকে। তাই প্রশ্নব্যাংক পরতেই হবে।
-
এবং প্রিয় ভাই-বনেরা সব বই New Eidition এর কিনবেন।
-
দোয়া রইল ভাল রেজাল্ট করবেন। ৩-৪ টা মাস পরিশ্রমী হলে আপনার লক্ষে পৌছানো অসম্ভব নয়।
-
-
নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েব-সাইটির সাথে থাকুন।
-
এবং পোস্টটি ফেইসবুকে শেয়ার করে আপনার ফ্রেন্ডদের জানিয়ে দিন।
-----------------------------------------------------------