বাক্যশুদ্ধি/প্রয়োগ-অপপ্রয়োগ,যেগুলো আমরা প্রায়শ ভুল করি
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১।এটা কাঁচা হাতের লেখা (×অপক্ক)
২।আমার অধীন এ কর্মচারী বেশ বিশ্বস্ত (×অধীনস্থ)
৩।অযথা অশ্রু বিসর্জন করে লাভ নেই (×অশ্রুজল)
৪।তোমার সাথে আমার একটি গোপনীয় পরামর্শ আছে (×গোপন)
৫।ইহা প্রমাণিত হইয়াছে (×প্রমাণ)
৬।ছেলেটি অত্যন্ত মেধাবী (×ভয়ানক)
৭।সে সস্ত্রীক বেড়াতে এসেছে (×স্বস্ত্রীক)
৮।পুরান চালে ভাত বাড়ে (×চাল ভাতে)
৯।বিপদগ্রস্তকে সাহায্য কর (×বিপদগ্রস্থকে)
১০।তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই (×সখ্যতা)
১১।সে এমন রূপবতী যেন অপ্সরা (×অপ্সরী)
১২।এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় (×খাঁটি গরুর)
১৩।বুনো ওল, বাঘা তেতুল
১৪।উপর্যুক্ত/উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয় (×উপরোক্ত)
১৫।পরের কাঁধে বন্দুক রেখে শিকার (× মাথায়)
১৬।সুশিক্ষিত ব্যক্তিমাত্রই স্বশিক্ষিত (×সশিক্ষিত)
১৭।এ ব্যক্তি সকলের মাঝে বয়োজ্যেষ্ঠ (×বয়স্ক)
১৮।ছলের টাকা জলে যায়
১৯।শুধু গায়ের জোরে কাজ হয় না (×শুধুমাত্র)
২০।আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে (×আকণ্ঠ পর্যন্ত)
২১।সভ্যগণ এসেছেন (×সব সভ্যগণ)
২২।পর্যটকরা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে (×সমুদ্রের)
২৩।তিনি সানন্দে সম্মতি দিলেন (×সানন্দচিত্তে)
২৪।আমেরিকা একটি সমৃদ্ধ দেশ (×সমৃদ্ধশালী)
২৫।কাব্যটির উৎকর্ষ/উৎকৃষ্টতা প্রশংসনীয় (×উৎকর্ষতা)
২৬।গড্ডলিকা প্রবাহ (×গড্ডালিকা)
২৭।এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা (×ষষ্ঠদশ)
২৮।লোকটি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে (×সাক্ষী)
২৯।বানান ভুল দূষণীয় (×দোষণীয়)
৩০।জাপান উন্নত দেশ (×উন্নতশীল)
৩১।দুষ্কৃতকারী সমাজের শত্রু (×দুষ্কৃতকারীরা)
৩২।দৈন্য/দীনতা প্রশংসনীয় নয় (×দৈন্যতা)
৩৩।বিবিধ দ্রব্য কিনলাম (×বিবিধ প্রকার)
৩৪।সে বড় দুরবস্থায় পড়েছে (×দুরাবস্থায়)
৩৫।ধৈর্য, সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
৩৬।তার বৈমাত্রেয় ভাই/ভ্রাতা অসুস্থ (×সহোদর)
৩৭।তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হয়েছি (×উদ্ধতপূর্ণ)
৩৮।অন্যায়ের প্রতিফল দুর্নিবার (×প্রতিদান দুর্নিবার্য)
৩৯।এ দায়িত্বভার আমাকে দিওনা (×দায়িত্ব)
৪০।তিনি এ ঘটনার চাক্ষুষ । অথবা,
তিনি এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী (×চাক্ষুষ সাক্ষী)
৪১।ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়
৪২।তুমি, সে ও আমি কাল সাভারে জাতীয় স্মৃতিসৌধ
দেখতে যাব (×আমি, তুমি ও সে)
৪৩।সারাদিন ধরে ইলশে গুঁড়ি ঝরছিল
৪৪।তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
৪৫।হিমালয় পর্বত দুর্লঙ্ঘ / দুরতিক্রম্য (×দুর্লঙ্ঘনীয়)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
☑ বি দ্রঃ পোষ্টটি আপনার সময়মত পড়ার জন্য শেয়ার করে নিজের Facebook/Twitter টাইমলাইনে রাখুন। আর পোষ্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে উত্সাহ দিবেন।