
.
অস্কারের ৮৯তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্যাসি অ্যাফ্লেক। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবিতে অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।
.
‘লা লা ল্যান্ড’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর মুকুট জিতেছেন হলিউড তারকা এমা স্টোন।
.
সেরা ছবি মুনলাইট নির্বাচিত হয়েছে 'মুনলাইট'।
.
সেরা অভিনেতার প্রতিযোগিতায় কেসি অ্যাফ্লেক-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিত
.
সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে এমা স্টোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিত
.
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন- মাহেরশালা আলি, ‘মুনলাইট’ সিনেমার জন্য।
.
পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন- ভাযোলা ডেভিস, ‘ফেন্সেস’ সিনেমার জন্য।
.
অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পায় ৯টি ছবি- অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার, হিডেন ফিগার্স, লা লা ল্যান্ড, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি ও মুনলাইট।
.
অস্কারের অনুষ্ঠান সঞ্চালনা করছেন কমেডিয়ান ও টিভি অনুষ্ঠান উপস্থাপক জিমি কিমেল।
.
অস্কারে এ বছর বিভিন্ন বিভাগে বিজয়ী নির্বাচনের জন্য ভোট দেন ৬ হাজার ৬৮৭ জন অস্কার সদস্য।
.
অন্যান্য বিভাগে যারা পরস্কার পেয়েছেন, তারা হলেন: সেরা সাহিত্যনির্ভর চিত্রনাট্য: ব্যারি জেনকিন্স (মুনলাইট)। সেরা মৌলিক চিত্রনাট্য: কেনেথ লোনারগ্যান (ম্যানচেস্টার বাই দ্য সি)। সেরা সম্পাদনা: জন গিলবার্ট (হ্যাকস রিজ)। সেরা চিত্রগ্রহণ: লিনাস স্যান্ডগ্রেন (লা লা ল্যান্ড)। সেরা মৌলিক গান: সিটি অফ স্টারস (লা লা ল্যান্ড)। সেরা সংগীত: জাস্টিন হারউইটজ (লা লা ল্যান্ড)। সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা: পাইপার
.
সেরা তথ্যচিত্র: ও জে: মেইড ইন আমেরিকা। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: সিং।
.
সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র: দ্য হোয়াইট হেলমেট।
.
সেরা রূপসজ্জা: আলেসান্দ্রো ব্রোগেলিনি, জর্জিও গ্রিগোলিনি এবং ক্রিস্টোফার নেলসন (সুইসাইড স্কোয়াড)।
.
সেরা পোশাক পরিকল্পনা: কলিন অ্যাটউড (ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম)। সেরা সাউন্ড এডিটিং: সিলভেন বেলমার (অ্যারাইভাল)।